আমি একজন অবিবাহিত ছেলে। তালাক নিয়ে পূর্বে তেমন কোনো চিন্তায় ছিল না। সব স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ তালাকের মাসয়ালা বিষয়ক ভিডিও ও প্রশ্নোত্তর দেখে আমার মনে ব্যাপক সংশয়ের সৃষ্টি হয়েছে। মাসয়ালা গুলো দেখে জেনেছি যে কিছু এমন শর্ত আছে যে গুলো বললে বিয়ের পর তালাক পতিত হয়ে যায়। অথচ এই ধরনের শর্ত দিলে যে তালাক পতিত হয় এমন ধরনের কোনো কথা সেই মাসয়ালা গুলো দেখার আগে আমি কখনই ভাবিনি বা মুখেও বলিনি বলে আমার বিশ্বাস।
কিন্তু অপরদিকে এমন ধারণাও বার বার মাথায় এবং মনে আসছে যে, আমি হয়তো কখনো এমন কথা এর আগে বলেও থাকতে পারি যার কারনে বিয়ে করলেই তালাক পতিত হবে। আবার এমন ধরনের চিন্তা মন থেকে ভুলে থাকতে চাইলেও কিছুক্ষণ পর পর তা আবার মনে পড়ছে। এই ধরনের চিন্তা থেকে বাঁচতে আমি আমার মনকে বার বার বলছি যে, ( আমি কখনই এমন কথা বলিনি যার কারণে বিয়ে করলেই তালাক পতিত হবে বা তালাক হওয়ার আশঙ্কা আছে )। আবার কিছু সময় চিন্তায় অতিষ্ঠ হয়ে মুখেও এমন ধরনের কিছু কথা বলেছি যে, ( আমি যাকে বিয়ে করবো সে তালাক হবে না, বিয়ের পর আমার তালাক হওয়ার আশঙ্কা নেই, আমি এমন এমন কোনো চিন্তা বা কথা নিজ ইচ্ছায় করিনি বা বলিনি যার দরুণ তালাক হতে পারে )।
মাসয়ালায় তালাকের ঐসকল শর্ত গুলো দেখার পর থেকে মন না চাইতেও ওইসব শর্ত বার বার মাথায় আসছে। আমার ভয় হচ্ছে যে আমি এসব চিন্তা করার সময় ও মুখে বলার সময় এমন কোনো কথা মুখে বলে ফেললাম কি না, যার কারণে বিয়ের পর স্ত্রীর উপর কিংবা নিজের উপর তালাক হতে পারে। আমার কখনই তালাক দেয়ার কোনো ইচ্ছা ছিল না এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ ইচ্ছা হবে না বলে আমার বিশ্বাস। তারপরও এসব ওয়াসওয়াসার দরুন কখনো কিছু বলে ফেলালাম কি না বা কখনো বলে ফেলবো কি না সেটা নিয়ে ভীষণ চিন্তিত।
আবার একসময় আমি বিছানায় শুয়ে এসব নিয়ে চিন্তা করার সময় তখন তালাকের শর্ত বিষয়ক কোনো কথা মনে ও মুখে বলে ফেলেছি কি না সেটাও সঠিক মনে করতে পারছি না। তখন এ ধরনের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পরে যে, আমি কি এমন কোনো কথা ভেবেছি বা মুখে বলে ফেললাম যার কারণে বিয়ের পর তালাক হতে পারে। এ সকল চিন্তা আমাকে তাড়া করে বেড়াচ্ছে।
এখন করণীয় কি অনুগ্রহ করে বলবেন। আমার এসকল কাজের দ্বারা কি বিয়ের পর তালাক হওয়ার আশঙ্কা আছে বা তালাক কি হতে পারে?