আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
একটি প্রাইমারিতে পড়া ছোট মেয়ে,তাকে তার পিতা জোর করে কোলে নেয় খুব সম্ভবত উত্তেজিত হয়ে,তখন বাসায় তার মা ছিলেন না। সে মেয়েটি বুঝতে পারে তার বাবার একটু অন্যরকম ভঙ্গি বা অনুভূতি ছিল জোর করে কোলে নেয়ার সময়,যা অন্য সময় ছিলো না। কারণ ছোট হলেও সামনে ঘটে যাওয়া কিছু বিষয়ে(যেমন এক কাজের মেয়ের হাত ধরা)সে হয়তো জানতো তার বাবার চারিত্রিক সমস্যা আছে।কোলে নিয়ে একরুম থেকে অন্যরুমে যায়,কিন্তু মেয়েটি শুরু থেকেই প্রচন্ড হাত পা ছোড়াছুড়ি করে,নামিয়ে দিতে বলে।তাই নামিয়ে দেয়।যখন এটি ঘটে,তখনকার বয়স মেয়েটির মনে নেই। সেটা ২৫ বছর আগের কথা। এখন তার দ্বীনি বুঝ আছে,তার নানা মাসায়েল জানতে জানতে হুরমত মুসাহারাতের মাসায়ালাও জেনেছিলো,যা হুট করে মাথায় এই চিন্তা এনেছে ছোটবেলার এই জিনিসটা। শুধু তার এটুকু মনে আছে,সে তখনো হায়েজা হয়নি।আরও বেশ পরে হয়েছিল।জামা পরা ছিলো,কেমন জামা পড়েছিলো,তাও মনে নেই। ছোট মেয়েটির নিজের কামভাব ছিলো কিনা,তার যথাযথ মনে নেই। এবিষয়ে বুঝতো কিনা তাও সঠিক করে বলা মুশকিল। তার বাবাকে এ বিষয়ে জিগেস করা মেয়ের পক্ষে একেবারে লজ্জাজনক এবং সে পারবে না,আর সে বাবাকে সম্মান করে।এই বিষয় ব্যাখ্যা করে জানতে চাইলে বাবা-মেয়ের সম্পর্কটা কেমন যেন হয়ে যাবে।হায়েজা হওয়ার পর তার বাবা এরকম কখনো করেননি। আর তার বাবারও মনে থাকার কথা নয়। এখন মেয়ের করা উচিত? ঐদিনের এর এই জিনিসটা কি হুরমতে মুসাহারাত হলো? বাবা মায়ের সম্পর্ক শেষ হয়ে গেলো?
মেয়েটি বেশ চিন্তিত। সে তার পরিবারের সাথে স্বাভাবিক কথা বলতে হতাশ হয়ে যাচ্ছে, যদি বাবা মার সম্পর্ক না থেকে থাকে সেই ভয়ে তার দিন হতাশাজনকভাবে কাটছে।