ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)"বিশ্ব সুন্নি আন্দোলন" প্রবক্তা ইমাম হায়াত বলেছেন, ধর্মের ভিত্তিতে দেশ(দেশের নাম) হবে না৷ ইসলামে এই কথার কোনো ভিত্তি নাই।
(২)"বিশ্ব সুন্নি আন্দোলন" সুন্নি বলতে আমরা তাদেরকে চিনি যারা মিলাদ কিয়াম কে ফরযের সমতুল্য মনে করেন। এবং রাসূলুল্লাহ সাঃ কে আলিমুল গাইব ও হাযির নাযির মনে করে থাকেন।
(৩)কয়েকজন জামাত মিস করলে পরে এসে মসজিদে জামাত করা মাকরুহ,তখন একাকি পড়াই শ্রেয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/9207
(৪)দ্বিতীয় জামাত মসজিদের বাহিরে (বারান্দায়) করাও উচিৎ না।
(৫)তিনজন নামাজ পড়লে ইমামের পিছনে দুজন দাড়াবে।
(৬)ইমাম সাহেব যদি একজনকে পাশে রেখে জামাত দাড়ান পরবর্তীতে ওই জামাতে আরো এক বা একাধিক এসে শরীক হয়। এক্ষেত্রে হয়তো ইমাম সামনে চলে যাবে অথবা মুক্তাদি সবাই পিছনের কাতারে চলে আসবেন।
(৭)ফজরে 'আসসালামু খয়রুম মিনান নাউম' এর পরিবর্তে আজানের জওয়াবে সাদাকতা ও বারারতা বলা হবে।
(৮)কামভাব ছাড়া বীর্য বের হলে,এবং আটকিয়ে আটকিয়ে না বের হলে গোসল ফরয হবে না।
(৯)মনী, মযী এবং ওদী এর বিস্তারিত হুকুম বললে ভালো হয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1689