আসসালামু আলাইকুম
আমি নামাজের সময় এর জন্য মুসলিম ডে নামে আ্যাপ ব্যবহার করি সেখানে লিখা ছিল আসরের ওয়াক্ত শেষ হওয়ার১৩ মিনিট বাকি মানে ৫ঃ১৩ তে শেষ সময় আবার লিখা নিষিদ্ধ সময় ৪ঃ৫৮ থেকে শুরু। কিন্তু আমার নামাজ আমি ৫ঃ৫৬ তে শুরু করে ৫ঃ০০ টায় শেষ হয়।মানে নিষিদ্ধ সময় শুরু হওয়ার ২ মিনিট পরে আমার নামাজ শেষ হয়।
১.এরকম অবস্থায় আমার নামাজ কি হয়েছে???
২.আমি এত দিন ওয়াক্ত কতক্ষণ আছে সেটা খেয়াল করছি, নিষিদ্ধ সময় খেয়াল করি নি।তাহলে আমার এত দিনের নামাজ গুলো কি হয় নি??অনেক সময় আসর শেষ করে কাজাও পড়েছিলাম আগের কিছু কাজা নামাজ।তাহলে কি আমার কাজা নামাজ গুলো ও হয় নি???
৩.যদি আমার নামাজ না হয়ে থাকে তাহলে আমার করণীয় কি??