আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ,
সম্প্রতি আমি এক জায়গায় স্কলারশিপের সুযোগ পেয়েছি যেখানে থিওরিটিকাল ও সাইন্টিফিক বিষয়ে পড়ার সুযোগ পাওয়া যাবে | তবে এ দুইয়ের মাঝে আমাকে যেকোন একটি বিষয় বেছে নিতে হবে ।
থিওরিটিকাল সাবজেক্ট বলতে এখানে বুঝানো হয়েছে ইসলামিক স্টাডিজ,নোবেল কোরআন,নোবেল হাদিস, আরবী সাহিত্য,ইসলামিক দাওয়া ইত্যাদি সাইন্টিফিক সাবজেক্ট বলতে বিজ্ঞান বিজ্ঞানের বিষয়গুলোকে বোঝানো হয়েছে যেমন কম্পিউটার সাইন্স, গণিত ,পদার্থবিজ্ঞান ইত্যাদি ।
কিন্তু আমি বুঝতে পারছি না কোন বিষয়টি নেওয়া উচিত থিওরিটিক্যাল অথবা সাইন্টিফিক আমি একজন স্কুল কলেজের ছাত্র ছিলাম।অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড সাইন্টিফিক বা আমি এসএসসি বা এইচএসসি দিয়েছি ।
কিন্তু আমাকে দুটোর মধ্যে একটি নিতে হবে|এখন আমার ইসলামিক বিষয়ও পড়তে ইচ্ছে করছে আবার সাইন্টিফিক বিষয়ও পড়তে ইচ্ছে করছে তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি ।
কি করা উচিত?
ইসলামিক নিয়ম অনুযায়ী কোন সিদ্ধান্ত নেওয়ার আগে (গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে )ভালোভাবে চিন্তা করা উচিত এবং অভিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তি হতে উপদেশ নেওয়া উচিত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারা নামাজ পড়া উচিত সেই অনুসারে আমার প্রশ্ন আপনাদের কাছে যে আমার কি থিউরিটিক্যাল নাকি সাইন্টিফিক বিষয় নেয়া উচিত ?
এইটি আমার প্রশ্ন কারণ আমি সিদ্ধান্ত নিতে পারছি না।
সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন ইনশাআল্লাহ ।
আমার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তা করার জন্য আল্লাহ আপনাকে এর উত্তম নেয়ামত দান করুন ।
জাযাকাল্লাহ খাইরান|