আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
134 views
in পবিত্রতা (Purity) by (2 points)
আমার চোখের সমস্যার কারণে চশমা ব্যবহার করি। সব জায়গায় চশমা ব্যবহার করা যায় না তাই লেন্স ব্যবহার করার জন এনেছি। সমস্যা  হলো লেন্স বার বার খোলা লাগার ফলে চোখে ইনফেকশন হবার সম্ভাবনা রয়েছে। তাই বেশিক্ষণ লেন্স লাগিয়ে রাখতে চাচ্ছিলাম।

লেন্সে পানি পৌঁছালে সমস্যা হতে পারে এক্ষেত্রে চোখের ভিতরে পানি না পৌঁছালে কি অযু হবে??

বিশেষ কিছু দিনের জন্য আমার দীর্ঘক্ষণ লেন্স পড়ে থাকতে হবে।  তাই যদি অযু না হয় তাহলে আমার করণীয় কি..??

1 Answer

0 votes
by (597,330 points)
edited by


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6410

চোখের ভিতর পানি পৌঁছানো জরুরি নয়। তবে চোখের কোণ ধৌত করার জরুরী।।তাই ওযু- গোসল করার সময় এমনভাবে চোখ বন্ধ করে রাখা যাবেনা যে কোণ শুকনো থেকে যায়।

ولا يجب غسل ما فيه حرج كعين
وفي رد المختار لان في غسلها من الحرج ما لا يخفى لانها شحم لا تقبل الماء
এমন স্থানে পানি পৌছানো জরুরী নয় যেখানে পানি পৌছা কষ্টকর,যেমন- চক্ষু। চক্ষুর ভিতর পানি পৌছানো কষ্টকর।কেননা চক্ষু হল,কিছু চর্বির সমষ্টি, আর চর্বি পানিকে গ্রহণ করে না।(রদ্দুল মুহতার- ১/১৫২-সাঈদ)

ولا يجب ايصال الماء الى داخل العينين كذا في محيط السرخسي
চক্ষুর ভিতরাংশে পানি পৌছানো ওয়াজিব বা জরুরী নয়।( ফাতাওয়া হিন্দিয়া ১/১৩)

ولا يجب ايصال الماء الى داخل العينين ومن الناس من قال لا يضم العينين كل الضم ولا يفتح كل الفتح حتى يصل الماء الى اشفاره وجوانب عينيه
চক্ষুর ভিতরাংশে পানি পৌছানো ওয়াজিব বা জরুরী নয়।হ্যা, কেউ কেউ বলে থাকেন যে, চক্ষুকে সম্পূর্ণ খুলাও রাখা যাবে না এবং সম্পূর্ণ বন্ধ করেও রাখা যাবে না, যাতেকরে সামান্য পানি তার আশপাশে পৌছে।(ফাতাওয়া খানিয়া ১/৩৩)

ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া ১/৬৫৬

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি লেন্স ব্যবহার করতে পারবেন।আপনার অজুতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 259 views
+1 vote
1 answer 223 views
...