ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সিলাহ রেহমি বা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখতে হাদীসে তাগিদ এসেছে।আত্মীয়র খোঁজখবর নেয়া এবং আত্মীয়র সাথে উত্তম ব্যবহার করা ওয়াজিব।সিলাহ রেহমি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1577
ভাবি-দেবর,ভাবি-ননদ জামাই, এবং শালী-দুলাভাই যেহেতু মাহরাম কোনো আত্মীয় নয়।তাই এখানে সিলাহ রেহমি ওয়াজিব নয়।এবং মাহরাম না হওয়ার ধরুণ তাদের মধ্যকার পরস্পর দেখাসাক্ষাৎ ও কথাবার্তা কোনোটিই জায়েযও নয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুলাভাইয়ের সাথে পর্দা করতে হবে।এরজন্য আপনাকে কটু কথা শুনতে হলেও কোনো সমস্যা নেই।আপনি কটু কথা শুনবেন। আপনি দুলাভাইয়ের সামনেও যাবেন না। কখনো বিশেষ কোনো প্রয়োজনে যেতে হলে আপনি মুখ ঢেকে যাবেন।