ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আগের প্রশ্নের ৫নং উত্তরে প্রদত্ব লিংক বুঝেননি, দয়া করে প্রশ্নের নাম্বারটা দিবেন।
(২)নামাজের বাহিরে বিভিন্ন যিকির আযকার,আমল বা কোন আয়াত কে দোয়া হিসেবে পড়ার সময় মাখরাজ সহ পড়াই উত্তম।
(৩)যদি কারো গীবত শুনে থাকে এবং তার কাছে ক্ষমা চাইতে সংকোচ বোধ করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার নামে দান সাদকা করে দিবেন।তাহলেই ক্ষমা পেয়ে যাবেন, ইনশা'আল্লাহ।
(৪)মোবাইলে মাসাআলা জিজ্ঞাসা করার সময় মা বাবা যদি মোবাইল ধরতে নিষেধ করেন, তাহলে মোবাইল নিয়ে লুকিয়ে লুকিয়ে মাসায়েল জিজ্ঞাসা করতে পারবেন।
(৫)পড়াশোনার সময় মাসায়েল জিজ্ঞাসা করতে নিলে পড়াশোনায় সমস্যা হয়।তখন ফরজ ওয়াজিব মাসাআলাটি পড়ে জিজ্ঞাসা করে নিলেও কোনো সমস্যা হবে না।
(৬)লুঙি পড়ে নামাজ পড়ার সময় হঠাৎ যদি লুঙ্গি নিচের দিক থেকে হাঁটুর উপর চলে আসে,তখন লুঙ্গি ঠিক করতে গিয়ে ভুল করে যদি দুহাত দ্বারা লুঙ্গিকে ঠিক করা হয়, তাহলে এদ্বারাও নামাজ ভঙ্গ হয়ে যাবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/445