ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সুযোগ থাকা সত্ত্বেও দায়িমী ফরজ-ওয়াজিব মাসালা জিজ্ঞাসা না করলে গোনাহ হবে। কিন্তু সেই মাসাআলাটি যদি আমার ঐ ফরজ ওয়াজিব মাসাআলাটি ওই সময় প্রয়োজন না হয়, তাহলে জিজ্ঞাসা না করলে আমার গোনাহ হবে না।
(২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1797
(৩)নামাজের মধ্যে ওয়াসাওয়াসার কারণে ভুল করে মুখ দিয়ে 'না' শব্দটি উচ্চারণ করেছ এতে কি নামাজ ভেঙ্গে গেছে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/431
(৪)ভুল করে দুই হাত দিয়ে কাপড় ঠিক করেছি এতে কি আমার নামাজ ভেঙ্গে গেছে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/445
(৫)মা যদি মধ্যবয়স্ক হন তাহলে তার মাঝখানে কোলবালিশ রেখে এক বিছানায় ঘুমানো কি জায়েয?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/757
(৬)দেখাদেখি করা ধোকা ও প্রতারণা। কেউ যদি স্কুল, কোচিং বা বাড়িতে পড়ার সময় দেখে লিখে, স্যারকে পরে যদি বলে যে, একটু দেখে লিখেছি, তাহলে আমার গোনাহ হবে না।
(৭)কারো মুখে আঘাত করা জায়েয হবে না।
(৮)যদি কেউ ক্ষমা পাওয়ার জন্য শুধু ইস্তেগফার করে কিন্তু লজ্জিত, অনুতপ্ত না হয় আর গোনাহ না করার সিদ্ধান্ত না নেয়, তাহলে সে ক্ষমার আশা করা গৌণ। তার গোনাহ মাফ হবে না।
(৯)কারো গীবত করা ও শোনা গোনাহ। কিন্তু কেউ যদি গীবত করে ও শুনে তাহলে কিন্তু গোনাহের সাথে বান্দার হকও নষ্ট হবে।
(১০)নাবালক অবস্থায় কারো হক নষ্ট করলে সাবালক অবস্থায় সেই হক আদায় করা জরুরী নয়।
(১১)কারো হক নষ্ট করলে তার হক যদি সরাসরি না দিয়ে গোপনে ফিরিয়ে দেয়, তাহলেও হক আদায় হয়ে যাবে।
(১২)কারো হক ফিরিয়ে দেবার সময় হাদিয়া হিসেবে বা অনুমান হিসেবে (সুদ হিসেবে নয়) যদি বেশি টাকা দেয় তাহলেও গোনাহ হবে না।
(১৩)তওবা ইস্তেগফারের মাঝে মন যদি একটু অমনোযোগী হয়ে যায়, তাহলেও কোন সমস্যা হবে না।
(১৪)আমি যদি এমনিতেই কোন পরনারীর চিন্তা করি (খারাপ চিন্তা নয়) যেমন কোন মেয়ে রেজাল্ট ভালো করেছে। এরকম করলে গোনাহ হবে না।
(১৫)হাটার সময় বাধ্য হয়ে একবার পরনারীর যে কোনো অঙ্গের দিকে তাকানো জায়েয হবে না।
(১৬)তাওবা করার মধ্যে গোনাহ হলে আবার তাওবাহ করতে হবে।
(১৭)নামাজে গোনাহ এর ওয়াসওয়াসা আসলে যদি কান্না করা হয়, তাহলে নামায ভঙ্গ হবে কি না? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/431
(১৮)ওয়াসওয়াসা হল,মনের মধ্যে বিভিন্ন প্রকার চিন্তা তৈরী হওয়া। মনের মধ্যে অশান্তি তৈরী হওয়া।বারবার কোনো জিনিষের চিন্তা মনের মধ্যে উদয় হওয়া।