আসসালামু আলাইকুম।
এখন অনেকে কয়েকজন একসাথে মিলে কোনো জমি কেনে তারপর সেখানে তারা বিল্ডিং বানায়।প্রত‍্যেকে তাদের ফ্লাটের টাকা নিজেরা দিবে।কিন্তু জমি কেনা ও ফাউন্ডেশনের টাকা সবাই মিলে শেয়ারে দিবে।
তো কেউ যদি তার হালাল ভাবে উপার্জিত অর্থ এই শেয়ারে দিতে চায় কিন্তু এই শেয়ারের মধ‍্যে যদি কারো হারামভাবে উপার্জিত অর্থও থাকে,এভাবে একসাথে জমি কেনা ও বিল্ডিং করা।এটা কি জায়েজ হবে?ওই ফ্লাটটা কি হালাল হবে?
যেমন দশজন মিলে শেয়ারে একটা জমি কিনবে,তারপর সেখানে বিল্ডিং বানাবে।নিজের ফ্লাটের টাকা নিজেরা দিবে।
এদের মধ‍্যে তিনজন সুদী ব‍্যাংকার যারা তাদের হারাম অর্থ এখানে দিবে।আর তাছাড়া বাকি অন‍্যান‍্য শেয়ার হোল্ডাররাও এখানে তাদের কি অর্থ দিবে,সেটা হালাল নাকি ঘুষ বা সুদের টাকা তা তো জানা যাচ্ছে না।
কোনো হালাল উপার্জনকারীর এদের সাথে এভাবে ফ্লাট বানানো কি জায়েজ হবে?সেই ফ্লাটটা কি হালাল হবে?কারন ফ্লাটে দেয়া টাকা হালাল হলেও,সেটা যে জমির উপর দাঁড়িয়ে আছে সেটা তো পুরোটা হালাল টাকায় কেনা না।যদিও জমি শেয়ারে কেনা হয়েছে।