আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
333 views
in সালাত(Prayer) by (22 points)
closed by
ধরুন, একজন আসরের সালাতের সময় অযু করলো। এরপর তার উযু ভাঙার কারন হয়নি আর।  মাগরিবের ওয়াক্তে এসে ওয়াক্তের মাঝে উযু ভাঙলো। তখন কি উযু করতে হবে নাকি ঐ আগের(আসরের) উযু দিয়েই মাগরিবের ওয়াক্ত পুরো কাভার হয়ে যাবে? কেননা আমরা তো জানি মাযুর এর জন্য উযু থাকলে ঐ পুরা ওয়াক্ত কাভার হয়ে যাবে। মাগরিবের শুরুতে উযু থাকলে পুরা ওয়াক্ত কাভার হয়ে যাওয়ার কথা না?
closed

1 Answer

+1 vote
by (574,260 points)
selected by
 
Best answer
জবাব
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান মোতাবেক মা'যুর ব্যাক্তি আর মুস্তাহাজা মহিলার বিধান একই।
তারা প্রতি ওয়াক্তে অজু করে নামাজ পড়ে নিবে।
,
এক ওয়াক্তে অযু করলে সেই ওয়াক্ত শেষ হলেই তার অযু চলে যাবে।
এক্ষেত্রে পরের ওয়াক্তে তাকে আবার নতুন করে অযু করতে হবে।
এতে করে যদি তার অযু ভঙ্গের কোনো কারিন নাও দেখা যাক,তারপরেও  ওয়াক্ত যলে যাওয়া মাত্রই তার অযু চলে যাবে।

-হাদিসে আছে, একদা ফাতিমাহ বিনতে আবূ হুবায়শ (রাঃ) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বলেন, হে আল্লাহ্র রসূল! আমার রক্তস্রাব হতেই থাকে এবং আমি কখনো পবিত্র হতে পারি না। আমি কি সলাত ছেড়ে দিবো?
তিনি বলেন- না, এটা এক প্রকার শিরাজনিত রোগ,
এটা হায়িযের রক্ত নয়।
তুমি তোমার হায়েযের মেয়াদকাল সলাত থেকে বিরত থাকো, অতঃপর গোসল করো এবং প্রতি ওয়াক্ত সলাতের জন্য উযু করে সলাত পড়ো,
( সহীহ,ইবনে মাজাহ, হাদিস নং ৬২৪)

الْمُسْتَحَاضَةِ أَنَّهَا تَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ - 
রাসুল সাঃ বলেন  রক্ত প্রদরের রোগিণীদের প্রত্যেক নামাযের সময় উযূ (ওজু/অজু/অযু) করতে হবে।
(আবু দাউদ ১৮০)

মা'যুর সংক্রান্ত আরো জানুনঃ
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মাগরিবের নামাজ পড়ার জন্য নতুন করে অযু করতে হবে।
আছরের অযু দিয়ে মাগরিবের নামাজ হবেনা। 
,
প্রতি ওয়াক্তের জন্য আলাদা অযু করতে হবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 174 views
0 votes
1 answer 130 views
0 votes
1 answer 150 views
0 votes
1 answer 152 views
...