১) সিজদারত অবস্থায় পায়ের সব আঙ্গুল ও কিবলামুখী রাখতে হয়।কিন্তু সব আঙ্গুল তো সাধারনভাবে মাটিতে লাগে না শুধু বৃদ্ধাঙ্গুল মাটিতে থাকে।এখন দুই পায়ের ১০ আঙ্গুল ই কি চাপ দিয়ে সিজদারত অবস্থায় মাটিতে রাখতে হবে নাকি শুধু বৃদ্ধাঙ্গুল মাটিতে থাকবে?
২) প্রচলিত গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কেউ কেউ বলেন হারাম, কুফরী আবার কেউ কেউ বলেন জায়েজ আছে। নির্বাচন করার বিধান কি?