ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাথরুমে যাওয়ার সময় উত্তম হল,মাথা ঢেকে যাওয়া।
إذا اراد الخلاء یستحب لہ أن یدخل بثوب غیر ثوبہ الذی یصلی فیہ إن کان لہ ذلک، وإلا فیجتہد فی حفظ ثوبہ عن إصابة النجاسة والماء المستعمل، ویدخل ستور الرأس (ہندیہ: ۱/۱۰۶، ط: اتحاد دیوبند)
পুরুষের জন্য মাথা ঢেকে বাথরুমে যাওয়া উচিৎ। আর নারীদের জন্য সর্বদা সতরকে ঢেকে রাখা অত্যাবশ্যক। চুলও নারীর সতরের অন্তর্ভুক্ত। সুতরাং নারী সর্বদা চুলকে ঢেকে রাখবে। এমনকি একাকি সময়েও।বাথরুমে যাওয়ার মুহূর্তে মাথাকে ঢোকে রাখার পরও যদি সামান্য চুল বের হয়ে যায়, তাহলে এতেকরে কোনো সমস্যা হবে না।