আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ
১৯৯২ সালের দিকে আমার আব্বা ১০০ মন ধান ও ২০ মন গম দিয়েছিল একজনকে। আড়াই বছর হয়ে যায় টাকা দিচ্ছিল না,
পড়ে আব্বা জমি কিনতে চাচ্ছিল শহরের মধ্যে,, পড়ে যার কাছে টাকা পায় সে বলছে আমি আপনাকে ১০ শতাংশ জমি কিনে দেব ৬০ হাজার টাকা দিয়ে(মানে ধান ও গমের টাকা ৬০ হাজার ধরছে)আব্বাও রাজি হয়েছে।যেই ব্যক্তির কাছে জমি নিবে তাকে ৪২ হাজার টাকা দিয়েছিল।।কিন্তু সে আব্বাকে জমি লিখে দিতে গিয়ে আর দেইনি।।কারন ওই ব্যক্তি (আব্বা যার কাছে টাকা পায়)সে আবার জমির মালিকের কাছে ৩৮ হাজার টাকার টিন নিয়েছিল।।তারপর সে পরবর্তীতে আবার ২০ হাজার টাকা দিয়েছিল জমির মালিককে। আবার জমির মালিক আব্বাকে জমি লিখে দিতে চেয়েছিল,,এটা অনেকেই তখন জানত,,এবং সেও স্বীকার করেছে আব্বাকে জমি দিবে,,
আব্বাকে অনেক ঘুরাইছে কিন্তু লিখে দেইনি,,পরবর্তীতে ওই জমির দাম ৪ লাখের মত হয়েছে,,তখন জমির মালিক বলছে আপনাকে জমি লিখে দিব না,, ৫ শতাংশ জমির টাকা দিব।কিন্তু পরবর্তীতে প্রায় ১৫ বছর পড়ে ৬০ হাজারের মত মনে হয় টাকা দিয়েছে,, তবে আমি এটা নিশ্চিত ৫ শতাংশ জমির টাকা দেইনি।
আর আব্বা যার কাছ থেকে টাকা পায় সে আর কোন টাকা দেয়নি,,বরং পরবর্তীতে আব্বার কাছ থেকে আরও ১০ হাজার টাকা নিয়েছিল ওই জমির মালিককে দিয়ে জমি লিখিয়ে নিয়ে দিবে।।কিন্তু ওই টাকা জমির মালিককে দেইনি,,প্রায় ১০ বছর পর ওই ১০ হাজার টাকা ফেরত দিছে।আর আব্বার টাকার জন্য ১৪ বছর ঘুরছে পড়ে জমিও দেইনি টাকাও দেইনি,,আর আব্বার সাথে খুবই জঘন্য আচরণ করেছে।যা বলার মত না।
এখন তার (যাকে ধান দিছে))ছেলেরা বড় হয়ে বুঝতে পারছে তার বাবা অন্যায় করেছে। (এখন তার বাবা মৃত)। কয়েকদিন আগে তারা আব্বাকে তাদের বাসায় দাওয়াত দেয়,,অনেক কথা হয়।।তাদের কথা শুনে বুঝা যাচ্ছে তারা আব্বাকে এক দেড় লাখ টাকা দিতে চায়,,কিন্তু আব্বা বলছে আমিত তোমাদের কাছে কখনও টাকা চায়নি।।আমার বিচার আল্লাহর কাছে দিছি।আর সেই জমি এখন প্রায় ৪০ লাখের উপরে হবে।আব্বা বলছে টাকা যদি দিতে চাও তোমার বাবা ১০ শতাংশ জমি দিতে চাইছে,,তাহলে ১০ শতাংশ জমি দাও, না হয় ১০ শতাংশ জমির টাকা দেওয়া উচিত না।।আর তোমার বাবা যে খারাপ ব্যবহার করছে,,যত বছর ঘুরাইছে ৫ কোটি টাকা দিলেও ত শোধ হবে না(আব্বার কষ্ট থেকে বলছে)
এখন তারা যদি দেড় লাখের মত টাকা দেয়,, এটা কি নেওয়া জায়েজ হবে??
আর জমির মালিককে যে টাকা দেওয়া হয়েছিল সে তো আব্বারে জমি লিখে দিবে বলতে বলতে অনেক বছর নিয়ে গেল,, পড়ে তখনকার সময়ে ৫ শতাংশের দাম ধরে ২ লাখ দিতে চেয়ে আনুমানিক ১৫ বছর পর টাকা দিছে।।কিন্তু পুরো টাকা দেইনি,,এটা কি নেওয়া জায়েজ হয়েছে।।
উস্তাদ বিষয়টা অনেক জটিল।। যতটুকু পারছি বুঝানোর চেষ্টা করলাম।।