ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার আগে ভুলে আল্লাহু আকবর পড়ে আস্তাগফিরুল্লাহ সম্পূর্ণ না পড়ে আস্তাগ এতটুকু পড়ে থেমে আত্তাহিয়াতু পড়ে সাহু সেজদা দিয়ে সালাম ফেরালে নামায হবে।
(২)
যদি তাশাহুদ পড়ার অজু চলে যায়,তাহলে সে অজু করে এসে সালাম ফিরিয়ে নেবে।কেননা তার উপর সালাম ব্যতীত নামাযের আর কোনো জরুরী বিষয় বাকী নেই।কিন্তু যদি কেই ইচ্ছাকৃত অজুকে ভেঙ্গে ফেলে তাহলে তার নামায পূর্ণ হয়ে যাবে।কেননা তখন তার উপর নামাযের আর কোনো রুকুন অবশিষ্ট নেই।ইচ্ছাকৃত নামায ভঙ্গ করার ধরুণ বিনা তথা পূর্বের নামাযের অবশিষ্ট কিছু অংশকে আবার আদায় করা।সুতরাং যখন কারো উপর নামাযের কোনো রুকুন আর বাকী থাকবে না,তখন নামায সম্পূর্ণ হয়ে যাবে।(অাল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-২৪/৮৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/3464
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একিই ভাবে বাদিকে সালাম ফেরানোর সময় সালাম না এসে আল্লাহু আকবর বলে ফেললে,সাহু সিজদা দিতে হবে, কেননা উভয়দিকে সালাম ফিরানো ওয়াজিব।