আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
197 views
in সালাত(Prayer) by (3 points)
1.ami jodi allahr kase chai je allah amake tumi abu bakar(r) ar soman priyo baniye nao ami unar cheye aktu o kom puroshkar chai na. jehetu uni nobi rasulder pore shreshtho mumin tai.ata ki barabari hobe?

2.nobiji,allahr rasul,mohammod,rasulullah ar je kono akta keu amar samne uccharon korle e ki durud porte hobe?mohammod to normal.manusher name o hoy.abar allahr rasul to aro oneke asen.kokhon kokhon durud ta porte hoy aktu clear kore jante chassilam.

3.ami.jodi protidin 100 bar durud pori mane sudhu "sallallahu alaihi oya sallam"atukuku pori 100'bar tahole ki hobe?

1 Answer

0 votes
by (589,680 points)
বিসমিহি তা'আলা
সমাধানঃ-

১,

সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত ও আল্লাহর নিকট পছন্দনীয় হলেন আমাদের নবী 'হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম'।তার পর সমস্ত আম্বিয়ায়ে কেরাম।তার পর হযরত আবুবকর রাযি, এরপর সমস্ত সাহাবায়ে কেরাম।

এটা সিদ্ধান্তকৃত বিষয়।যা বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত। সুতরাং আল্লাহর সিদ্ধান্তকৃত কোনো বিষয়ের বিরোধী দু'আ অবশ্যই বাড়াবাড়ি।

আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের উচু মাক্বাম দান করুক।সেই দু'আ করাটাই আমাদের কাম্য। এবং রাসূলুল্লাহ সাঃ এর সুন্নাহ।

২,

মুহাম্মদ শব্দ দ্বারা হোক, বা অন্য যেকোনো শব্দ দ্বারা হোক, উদ্দেশ্য যদি নবীজী সাঃ হনন, তাহলে তখন দুরুদ পড়া ওয়াজিব।আর যদি মুহাম্মদ শব্দ দ্বারা নবীজী সাঃ উদ্দেশ্য না হন, তাহলে এক্ষেত্রে দুরুদ পড়তে হবে না।

৩,

সর্বোত্তম দুরুদ হল দুরুদে ইবরাহিমি।

সাহাবায়ে কেরাম রাসূল সাঃ কে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাঃ! আমরা কিভাবে আপনার উপর দুরুদ পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাঃ দুরুদে ইবরাহিমি পাঠ করার পরামর্শ দিয়েছেন।(দুরুদে ইবরাহিমি হল,যা আমরা নামাযে পড়ি)

ﻋﻦ ﻋَﺒْﺪ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺑْﻦ ﺃَﺑِﻲ ﻟَﻴْﻠَﻰ، ﻗَﺎﻝَ : " ﻟَﻘِﻴَﻨِﻲ ﻛَﻌْﺐُ ﺑْﻦُ ﻋُﺠْﺮَﺓَ ، ﻓَﻘَﺎﻝَ : ﺃَﻻَ ﺃُﻫْﺪِﻱ ﻟَﻚَ ﻫَﺪِﻳَّﺔً ﺳَﻤِﻌْﺘُﻬَﺎ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ؟ ، ﻓَﻘُﻠْﺖُ : ﺑَﻠَﻰ ، ﻓَﺄَﻫْﺪِﻫَﺎ ﻟِﻲ، ﻓَﻘَﺎﻝَ : ﺳَﺄَﻟْﻨَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻓَﻘُﻠْﻨَﺎ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ، ﻛَﻴْﻒَ ﺍﻟﺼَّﻼَﺓُ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺃَﻫْﻞَ ﺍﻟﺒَﻴْﺖِ ، ﻓَﺈِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻗَﺪْ ﻋَﻠَّﻤَﻨَﺎ ﻛَﻴْﻒَ ﻧُﺴَﻠِّﻢُ ﻋَﻠَﻴْﻜُﻢْ؟ ﻗَﺎﻝَ : ( ﻗُﻮﻟُﻮﺍ : ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻛَﻤَﺎ ﺻَﻠَّﻴْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﺇِﻧَّﻚَ ﺣَﻤِﻴﺪٌ ﻣَﺠِﻴﺪٌ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻛَﻤَﺎ ﺑَﺎﺭَﻛْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﺇِﻧَّﻚَ ﺣَﻤِﻴﺪٌ ﻣَﺠِﻴﺪٌ ) .

সহীহ বুখারী-৩৩৭০

এছাড়াও দুরুদে ইবরাহিমির শব্দ বিন্যাসে আরো কিছুটা পার্থক্য রয়েছে।যেমনঃ

ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻣَﺴْﻌُﻮﺩٍ ﻋُﻘْﺒَﺔَ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ، ﻗَﺎﻝَ : " ﺃَﻗْﺒَﻞَ ﺭَﺟُﻞٌ ﺣَﺘَّﻰ ﺟَﻠَﺲَ ﺑَﻴْﻦَ ﻳَﺪَﻱْ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﻧَﺤْﻦُ ﻋِﻨْﺪَﻩُ ، ﻓَﻘَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ، ﺃَﻣَّﺎ ﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ، ﻓَﻘَﺪْ ﻋَﺮَﻓْﻨَﺎﻩُ ، ﻓَﻜَﻴْﻒَ ﻧُﺼَﻠِّﻲ ﻋَﻠَﻴْﻚَ ﺇِﺫَﺍ ﻧَﺤْﻦُ ﺻَﻠَّﻴْﻨَﺎ ﻓِﻲ ﺻَﻠَﺎﺗِﻨَﺎ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻚَ ؟ ﻗَﺎﻝَ : ﻓَﺼَﻤَﺖَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺣَﺘَّﻰ ﺃَﺣْﺒَﺒْﻨَﺎ ﺃَﻥَّ ﺍﻟﺮَّﺟُﻞَ ﻟَﻢْ ﻳَﺴْﺄَﻟْﻪُ ، ﻓَﻘَﺎﻝَ : ( ﺇِﺫَﺍ ﺃَﻧْﺘُﻢْ ﺻَﻠَّﻴْﺘُﻢْ ﻋَﻠَﻲَّ ﻓَﻘُﻮﻟُﻮﺍ : ﺍﻟﻠﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺍﻟْﺄُﻣِّﻲِّ ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ ، ﻛَﻤَﺎ ﺻَﻠَّﻴْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﻭَﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ، ﻭَﺑَﺎﺭِﻙْ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺍﻟْﺄُﻣِّﻲِّ ، ﻛَﻤَﺎ ﺑَﺎﺭَﻛْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﺇِﻧَّﻚَ ﺣَﻤِﻴﺪٌ ﻣَﺠِﻴﺪٌ ) .
মুসনাদে আহমদ-১৭০৭২

পরামর্শ প্রদাণে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...