ক্লাসে উপস্থিতির নূন্যতম একটা শতকরা হার এর উপর ভিত্তি করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দেবার অনুমতি দেয় , সেই শতকরা হার ঠিক রাখার জন্য বা অন্য কোনো কারনবশত কোনো এক ছাত্র/ছাত্রী ক্লাসে উপস্থিত না হলে অন্য কোনো ছাত্র/ছাত্রী কে বলে আমার উপস্থিতিটা করে দিতে (যখন ওই অনুপস্থিত ছাত্র/ছাত্রীর নাম ডাকবে তখন লাব্বাইক স্যার /উপস্থিত স্যার বলা). আর এই উপস্থিতির কাজটা করে দেয়াকে প্রক্সি দেয়া বলে।
এখানে যে ক্লাশে নেই,সেও এসেছে বলে মিথ্যা হাজিরা দেয়া হয়,এটা স্পষ্ট মিথ্যা ও ধোকার শামিল, বিধায় তাহা কোনো ভাবেই জায়েজ হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}