ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
এখানে বৈপরীত্য কোন জায়গায়? সেটা নির্দিষ্ট করে কমেন্ট করবেন।জাযাকাল্লাহ।
(২)কোনো জিনসের দাম যদি ১০ টাকা হয়। সেটা কেনার সময় দোকানদারকে যদি ৮ টাকা দেয়া হয়,এবং দোকানদার ৮ টাকা দেখেও কিছু না বলে,তাহলে এতে করে ক্রয়-বিক্রয়ে কোনো কোনো সমস্যা হবে না।বরং উক্ত ক্রয়বিক্রয় জায়েযই হবে।
(৩) সাইকেলের টায়ারে হাওয়া দেওয়ার ক্ষেত্রে কিছু দোকানদার আছে যারা ৫ টাকা দিলে ৫ টাকাই রেখে দেয়, আবার ৪ টাকা দিলে ৪ টাকাও গ্রহণ করে। অন্যদিকে কিছু দোকানদার ৫ টাকার কম গ্রহণ করে না। এখন যারা ৫ ও ৪ উভয়ই নেয় তাদেরকে ৪ টাকা দিলেই তারা নেয় কিছু বলে না, এক্ষেত্রে তাদের হক নষ্ট করা হবে না। কেননা সে তো অস্বীকার করছে না,এতে বুঝা গেল যে,এতে তার মৌন সমর্থন রয়েছে।