১. শিয়াদের কথা বর্ণনা কালে তাদের মুসলিম নামে সম্ভোধন করা যাবে?(যেমন, মুসলিম বা শিয়া মুসলিম)। শিয়াদের অনেক উপদল আছে যাদের থেকে একটি দল মুসলিমর সিমানার মধ্যে আছে, কিন্তু শিয়াদের কথা বর্ণনা কালে আমরা তো জানছিনা ওরাই সেই উপদল কি না?
২. আপনাদের জানা মতে ইরানের শিয়ারা কি মুসলিম পর্যায়ে রয়েছে? আমারা তাদের মুসলিম বললে সমস্যা হবে না তো?আমরা তো জানি না ওদের সম্পর্কে বিস্তারিত।
৩.শিয়াদের সম্পর্কে পড়ার সময় কেও একজন দেখলো শিয়াদের তিনটি ভাগ, ২য় টি হলো, যারা কয়েকজন সাহাবী ছাড়া সবাইকে কাফের বলে। এইটা দেখে সে ভূল পড়েছে,এবং ভেবেছে ওই দল কয়েকজনকে কাফের বলে। ভুল পড়ার পর সে ভেবেছিলো হয়তো লেখক ওই দলকে কাফের বলবেন না/বা ভেবেছিলো ওই দল হয়তো কাফের না(শিওর মনে নাই)। এর পর দেখলো ওই দল ও কাফের, অথচ সে জানতো সাহাবীদের কাফের বললে কাফের হয়ে যায়। তবুও হঠাৎ এমন ভাবনা কেনো আসলো বুঝতেছে না, এর পর থেকেই পেরেশানিতে আছে। এর জন্য কি ওই মানুষের ইমানে সমস্যা হবে? (তওবা ও করেছে)
৪. সাহাবী (রাঃ) দের মধ্যে কোনো একজনকে কাফের বললে (আস্তাগফিরুল্লাহ)সে কি আর মুসলিম থাকে?
৫. বিভিন্ন ছোট ছোট কাজে কথায় ই মনে হয় ইমানে সমস্যা হলো কি না এই ভাবনায় অতিষ্ঠ প্রায়, তাই যখন ই সন্দেহ হয় তখনই কলিমা পাঠ করে ফেলি নবায়ন এর নিয়তে, এই কাজ সমস্যা হবে না তো?
৬. মুখস্থ সুরা তিলাওয়াত এর সময় যখন শব্দের হরকত ঠিক মনে থাকতো না, (যেমন, কাফিরুন, না কি কাফিরিন) এরুপ হলে আমি দুই শব্দ দিয়েই পুরো আয়ত দুইবার পড়তাম মনে মনে ভাবতাম এতে একটা তো শুদ্ধ হবে। কিন্তু অন্যটিযে ভুল পরছি তা খেয়ালে আসতো না, আজ হঠাৎ আসলো এরুপ করলে কি ইমানে সমস্যা হবে? বা আগে ভুলের কথা খেয়ালে না থাকা কালীন এরুপ করার কারণে কি ইামনে সমস্যা হবে? মনেও পরছে না তখন কি ভাবতাম,
৭. আমার একটা ঘটনা মনে উটতেছে, আমার বয়স তখন ৮/৯/১০ হবে শিওর মনে নাই, তখন ছোট অনেক এটা মনে আছে।, মনে হচ্ছে আমি কামের ভাব নিয়ে মায়ের শরীরে টাচ করেছিলাম, তখন তার গায়ে কাপড় ছিলো কামিজ, আমার ফিল এর ফলে তখন গুপনাঙ্গ কিছু হয়েছিলো কিনা মনে নাই। এইসব থেকে সমস্যা হবে? অনেক আগের ঘটনা পরিষ্কার সব ঘটনা মনেও নাই,কখন ফিল এসেছিলো, আগে না ধরার পরে,মনে হচ্ছে নিয়তে স্পর্শ করেছিলাম, মনে পরছে না শিওর করে। পাগল হয়ে যাবো
৮.কামের নিয়ত নিয়ে স্পর্শ করলো কিন্তু লিঙ্গে রক্ত প্রবাহিত হয়ে কোনো পরিবর্তন হলো না, এতে কি হুরমত হবে?
৯. আমার মাথায় সারাদিন পুরাতন ঘটনা, বর্তমান ঘটনা এইসব নিয়া বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের সন্দেহ লেগেই আছে কি করবো বুঝতে পারি না সারাটাদিন অসহ্য যন্ত্রণার মাঝে আছি একটা সমাধান বা আমল।কি দেওয়া যায় সাধারণ জীবনযাপন করার জন্য যেমনটা আগে করতাম।