আসসালামু আলাইকুম
আবারো বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি । আমাকে মাফ করবেন হুজুর। আসলে আমি একটু সিউর হতে চাচ্ছিলাম। হয়ত আমার বিবেক সুস্থ থাকলে আবার একই বিষয়ে প্রশ্ন করতাম না। আমি লজ্জিত। আমি ওয়াসওয়াসায় আক্রান্ত এটা আমি নিজেই বুঝতে পারি। বার বার একই বিষয়ে প্রশ্ন করে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি অনেক দু:খিত।
https://ifatwa.info/58765/ আমার আগের প্রশ্ন এবং উত্তর ।
৩ নাম্বার প্রশ্নে সমস্যার কথা উল্লেখ করেছিলাম।
*বিকাল বেলায় মনে মনে আমার ইচ্ছার বিরুদ্ধে শর্ত চলে আসে যদি স্ত্রীর সাথে কথা হয় তাহলে অইটা হয়ে যাবে ।এট আসলে আমি চিন্তা করতে চাইনি।এগুলো অহেতুক চিন্তা ভেবে স্ত্রীর সাথে রাতের বেলায় কথা বলি।স্ত্রীর সাথে কথা বলার পর অভ্যাস গত ভাবেই উচ্চারন করে বলি ,"কোন নিয়ত নাই"। আমি আগেই বলেছিলাম যে,"কোন নিয়ত নাই" এটা বলা আমার একটা অভ্যাসে বা বদ অভ্যাসে পরিনত হয়েছে ।কেনায়া সন্দেহ থেকে নিরাপদে থাকতেই এটা বলি আমি। এটা বলার পর মনে মনে শর্তের কথা আবার খেয়াল হয় একটু অন্যভাব সঠিক ভাবে মনে করতে পারছি না অনেক চিন্তা করেছি অনেকটা এরকম হতে পারে যে," নিয়ত নাই মানে কি সম্পর্ক রাখার নিয়ত নাই অথবা কথা বলার নিয়ত নাই?" তাহলে আগের মনে মনের শর্তই ঠিক " এরকম আজেবাজে কিছু একটা চিন্তায় চলে আসে। সঠিক ভাবে খেয়াল পরছেনা কিভাবে কথাটা চিন্তায় এসেছিলো কারন তখন আমি খাবার খাচ্ছিলাম ।খাবার খেয়ে অনেক চিন্তা করে এতটুকো উপস্থাপন করতে পেরেছি ।এখন প্রচন্ড ভয় হচ্ছে যে "আমার কোন নিয়ত নাই "একথার দারা আবার নতুন করে কোন শর্ত হয়ে গেল কিনা বা অইটা হয়ে যাবে কিনা ? আমার আগের ফতুয়ায় বলেছেন https://ifatwa.info/58703/ যে আমি ওয়াসওয়াসা রোগি তাই আমার ওইটা হবেনা। আমি কি আর কখনো বলতে পারবো " আমার কোন নিয়ত নাই" ।আমার একথার দারা নতুন করে কোন শর্ত হবে কিনা?
**আমার টেনশনে হচ্ছে রাতে কথা বলে ,যখন বললাম " কোন নিয়ত নাই" এরপর যে শর্তের ব্যপারে যে মনের মধ্যে চিন্তা এসেছিলো ,সেটার কারনে নতুন করে কোন শর্ত হবে কিনা?
আপনি একটু জোর দিয়ে বললে আমার কনফিডেন্স আসবে হুজুর। আমার কনফিডেন্স অনেক কমে গেছে। আবারো ক্ষমা চাচ্ছি হুজুর। এই বিষয়ে আর প্রশ্ম করবোনা ,ইনশাআল্লাহ।একটু বুঝিয়ে বললে উপকার হত হুজুর