(১.) হুরমতে মুসাহারাতের ক্ষেত্রে 'শরীরের উষ্ণতা' ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। যেমন: যদি এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করা হয়, যে কাপড়ের উপর দিয়ে শরীরের হালকা উষ্ণতা পাওয়া যায় ঠিকই, কিন্তু যদি সরাসরি শরীরে স্পর্শ করা হতো তবে আরো বেশি উষ্ণতা পাওয়া যেত। মানে আমি বুঝাতে চাচ্ছি যে, শরীরের উপর সরাসরি স্পর্শ করলে যে পরিমাণ গরম অনুভূত হয়, কাপড়ের উপর দিয়ে তার চেয়ে কম গরম অনুভূত হয়। এক্ষেত্রে কি হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবে?
(২.) জামা'আতে নামাজ আদায়ের সময় দেহের পিছনের দিকে কাপড় একটু উলট পালট হয়ে যায়। এখন যদি আমি মনে করি যে মানুষ আমাকে দেখছে, আমাকে খারাপ দেখাচ্ছে। এটা মনে করে কাপড় ঠিক করে ফেললাম। এটা কি রিয়া হবে?