ﺍَﻟﺴَّﻼَﻡْ ﻋَﻠَﻴْــــــــــــــــــــﻜُﻢْ ﻭَ ﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﮧِ ﻭَﺑَﺮَﻛَﺎﺗُﻪ
প্রিয় শায়েখ,
আমার ভাগ্যের কোন পরিবর্তন হয় না। গত ১০ বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। জীবনে কোন উন্নতি বলতে কিছু নেই আমার। মাঝে মাঝে নিজেকে কুফা মনে হয়। ইসলামিক "আই ও এম এ" আলিম কোর্স নিয়মিত করতে পারিনি। পর পর দু তিন বার ভর্তি হয়েছি। তাও কাজ হয় নি। শেষ করতে পারিনি। কোন কাজে হাত দিয়ে তার কোন সুফল পাওয়া যায় না। দুয়া ও করতাম খুব যাতে দ্বীনই গেয়ান অর্জন করতে পারি। তাও হল না। আর্থিক সচ্ছলতা আসে নি। মোট কথা কোন দোয়া মনে হয় আল্লাহর দরবার পর্যন্ত যেত না। আল্লাহপাকের দয়া/রহমত থেকে নিরাশ হয়ে ধর্ম-কর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এমন কি রাগে দাঁড়ি কেটে ফেলেছি। আল্লাহকে অনেক গালাগালি করেছি। জানিনা জাহান্নামের কোন স্তরে আমার জায়গা হবে! এখন দুনিয়াবি চিন্তা ভাবনা করি সবসময়। মানুষ নাকি আল্লাহর পথে আসলে ধর্ম-কর্ম করলে নাকি অনেক কিছু পরিবর্তন হয়। আল্লাহর কাছে আসা যায়, তাহলে আমার হয় নি কেন? আমি কেন পারিনি, আল্লাহ কেন আমাকে দয়া করলেন না? অভাবে পড়লে যেমন স্বভাব নষ্ট হয় আমার এখন সেই দশা। আমি নামাজ, রোজা সব বাদ দিয়ে দিয়েছি হতাশ এবং আল্লাহপাকের উপর রাগ করে।
একন আমার প্রশ্ন হল- কি করলে আমি আল্লাহপাকের ক্ষমা ও মনে প্রশান্তি আসবে, এবং আমার ভাগ্যের পরিবর্তন হবে? আমাকে মেহেরবানী করে কিছু দিক নির্দেশনা দিন। শায়েখ, আমার প্রশ্নের উত্তর গুলো দিয়ে আমাকে সাহায্য করুন।