জবাব
بسم الله الرحمن الرحيم
সব সময় কাজা নামাজ আদায় করা যাবে,তবে শুধু তিন সময়ে কাজা নামাজ আদায় করা যাবেনা।
(১)সূর্যোদয় এর সময়। (২) সূর্যাস্ত এর সময়। (৩) সূর্য মধ্যাকাশে থাকার সময়।
হাদীস শরীফে এসেছেঃ
উকবা বিন আমের জুহানী রাযি. বলেন,
ثَلاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا : حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ
তিনটি সময়ে রাসুল ﷺ আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতোক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। (সহীহ মুসলিম ১৩৭৩)
আরো জানুনঃ
وجمیع أوقات العمر وقت القضاء إلا الثلاثة المنھیة (الدر المختار مع رد المحتار، کتاب الصلاة، باب قضاء الفوائت، ۲:۵۲۴، ط: مکتبة زکریا دیوبند) ، قولہ:”إلا الثلاثة المنھیة“:وھي الطلوع والاستواء والغروب، ح (رد المحتار) ، والنظر الدر والرد (کتاب الصلاة، ۲: ۳۰-۳۲، ۳۴، ۳۷
সারমর্মঃ
জীবনের প্রত্যেক সময়ই কাজা নামাজ আদায়ের সময়।
কিন্তু তিনটি নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতিত,,,,।
(০১)
হ্যাঁ আপনি এভাবে পড়তে পারবেন।
তবে নিয়তের সময় এভাবে বলবেন যে আমি গতকালের জোহরের নামাজের কাজা আদায় করছি।
(০২)
উপরোক্ত নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতিত আপনি যেকোনো সময় কাজা নামাজ গুলি আদায় করতে পারবেন।
এক্ষেত্রে একাধিক কাজা নামাজ একসাথে আদায় করতে পারবেন।
চাইলে একসাথে সবগুলো নামাজের কাজাও আদায় করতে পারবেন।
,
সিরিয়াল অনুযায়ী কাজা আদায় করতে পারবেন।
সিরিয়াল ছাড়াও নামাজের কাজা আদায় করতে পারবেন।
(০৩)
এতে আপনার গুনাহ হবেনা।
টাকা গুলো খাওয়া ঠিক হবে।
এরকম যে আরেকটি প্রায় নতুন কলের হাত আছে,সেটি যদি মাটিরই হয়,তাহলে বিক্রয়ের দরকার নেই।
তবে বিক্রয় করলেও সমস্যা নেই।