আসসালামু আলাইকুম।
(১) সিগারেটের, জর্দার যেই তামাক আছে, সেটা যদি ভিজা অবস্থায় ধরা হয়, তাহলে কি হাত নাপাক হিয়ে যাবে?
(২) কেউ যদি ওয়াশরুমের থেকে বেরিয়ে এসে তার ভিজা হাত আমার শরীরে লাগায় এবং সে স্পর্শ করার কারনে আমার শরীরে পানি লাগে, তাহলে কি আমার শরীরের সেই স্থান নাপাক ধরবো?
(২.১) কারন, আমি তো জানি না যে, সে নিজেকে ওয়াশরুম থেকে সঠিকভাবে পাক করে এসেছে কিনা। আর সে যে তার ভিজা হাত নিয়ে আমার শরীরে স্পর্শ করেছে এবং আমার শরীরে পানি লেগেছে সেই পানি পাক বা নাপাক নাকি জানি না। আর লজ্জার কারনে তো তাকে জিজ্ঞাসাও করতে পারবো না যে সে নিজেকে ঠিক মতো পাক করে এসেছে কিনা। তাহলে কি করবো?
(৩) মশা শরীর থেকে রক্ত খাওয়া অবস্থায় যদি সেই মশা হাত দিয়ে মারা হয় এবং শরীরে রক্ত লাগে, তাহলে কি সেই রক্ত শরীরে লাগার কারনে শরীর নাপাক হয়ে যাবে?
★পায়ের মধ্যে চর্মরোগ হওয়ার কারণে পা অনেক চুলকাচ্ছে। তাই পা চুলকানোর ফলে পায়ের থেকে পানি জাতীয় তরল পদার্থ বের হচ্ছে। এখন পা থেকে অল্প অল্প কিন্তু অনবরত করে সেই তরল বের হচ্ছে। বারবার মুছার পরেও সেই তরল বের হচ্ছে।
নিচে আমার পায়ের অবস্থার ছবির লিংক দেওয়া হলঃ
https://drive.google.com/file/d/1_3ThwyRN5APyM-sFdHKVGbHmcQ4hiEnH/view?usp=drivesdk
(৪.১) এখন এই অবস্থায় কি আমি মাযুর?
(৪.২) আর আমি যদি মাযুর হয়ে থাকি তাহলে হয়তো আমি পাঁচ ওয়াক্তের নামায পাঁচবার অজু করলেই পড়তে পারব কিন্তু পায়ের টাখনুর নীচে প্রায় অনেক অংশ থেকেই এই তরল বের হচ্ছে। এত জায়গায় তো একসাথে ব্যান্ডেজ করা সম্ভব না। এখন মাযুর হওয়ার কারণে হয়তো নামাজ পড়তে পারব কিন্তু সেই তরল তো কিছু করতে গেলেই আমার হাতে বা বিভিন্ন জায়গায় লাগতেছে অথবা আমি জুতা পড়ে নামাজে গেলে সেই জুতাতে লাগতেছে। তাহলে আমি যদি বাসা থেকে অজু করে যাই এবং আমার পায়ের থেকে সেই তরল বের হয়ে যদি জুতায় লাগে তা মসজিদে গিয়ে আবার সেই জুতা ও আমার পা ধুতে হবে নাকি একবার অজু করে গেলে যদি পরবর্তীতে সেটা বের হতে থাকে তাহলে কি সমস্যা হবে না?
(৪.৩) আমার হাত বা কোন কিছু হঠাৎ করে আমার পায়ের সেই ক্ষত স্থানে লাগলে সেই তরল আমার গায়ে লাগতেছে অথবা আমি ফ্লোরে হাঁটাচলা করলেও সেই তরল ফ্লোরে লাগতেছে। এখন আমি যেখান দিয়েই হাঁটবো সেখানেই কি নাপাক হয়ে
যাবে? (যদি আমি মাযুর হয়ে থাকি)
এখন আমি হয়তো নামাজ পড়তে পারতেছি পাঁচ ওয়াক্তের কিন্তু সেই নাপাক বিভিন্ন জায়গায় লাগার কারণে যেমনঃ মসজিদে নামাজ পড়লে মসজিদের ফ্লোরে অথবা বিছানায় উঠে বসলে বিছানার চাদরে। এমন অবস্থায় করণীয় কি?
(৫) তেলাপোকার যেই ডিম, সেই ডিম যদি পাড়া দেই এবং সেটা ভেঙে যায়, তাহলে কি পা নাপাক হয়ে যাবে?
(৬) "বিসমিল্লাহির রাহমানির রাহিম" নাকি "বিসমিল্লাহির রহমানির রহিম"
এখানে সঠিক কোনটা? এখানে প্রথমটা যদি সঠিক হয় কিন্তু কেউ যদি দ্বিতীয় টা বলে অথবা দ্বিতীয় টা যদি সঠিক হয় কিন্তু কেউ প্রথমটা বলে তাহলে কি ভুল হবে? নাকি এখানে উভয় টাই সঠিক?