আসসালামু আলাইকুম, সম্মানিত শাইখ
এক আপু জানতে চেয়েছে, উনি উনার রিয়েল আইডি ব্যবহার করে না, ফেইক আইডি ব্যবহার করে দ্বীনের স্বার্থে। বিভিন্ন ইসলামিক গ্রুপে কমেন্ট করে বোনদের কিংবা ভাই এর পোস্টে। ফিতনার সম্ভাবনা নেই, যেহেতু উনার কোন ইনফরমেশন ফেবুতে নেই এবং কেউ উনাকে মেসেজ দেয় না তেমন।তাও যদি দে উনি রিপ্লাই দেয় না, প্রয়োজন অনুপাতে ব্লক দিয়ে দেয়।
এতে করে উনি নিজেকে গোপন রেখে দাওয়াতি কাজ করতে পারছে। উনার উসিলায় অনেক অপরিচিত বোন যেমন উপকার পাচ্ছে, অনেক ভাইকেও দ্বীনি পরামর্শ দেয় বিভিন্ন পোস্টের কমেন্টে (যদিও কোন ইনবক্স না ভাইয়ের ক্ষেত্রে) যাতে সবাই সব কিছুতে ইসলামের গুরুত্ব বুঝতে পারে...
এমন খেদমত কি জায়েজ হচ্ছে?