আসসালামু আলাইকুম!
আমি একটা টিশার্ট ডিজাইন করে আমার সেই টিশার্ট ডিজাইন টি বিক্রয় করার জন্য ফেইসবুকে অ্যাড দিবো। ফেইসবুকে অ্যাড দেয়ার জন্য আমার ডিজাইনটি কে কোনো ওয়েবসাইট এর সাবস্ক্রিপশন কিনে ওই ওয়েবসাইট এর মাধ্যেমে কোনো পুরুষের গায়ের টিশার্ট এর উপরে বসিয়ে তা দিয়ে ছবি বা ভিডিও তৈরি করে, সেই ছবি বা ভিডিও দিয়ে ফেইসবুকে অ্যাড দিবো। আমি যেই পুরুষের গায়ের টিশার্ট এর উপরে আমার ডিজাইন টি বসাবো ওই পুরুষের চুল লাল, চুল সুন্নত তরিকায় কাটা না, আবার মুখে দাড়ি নেই আবার অনেকের মুখে দাড়ি থাকলে ও দাড়ি ছোট ছোট মনে দাড়ি কেটে ছোট করে রাখছে। আমি যদি ওয়েবসাইট এর সাবস্ক্রিপশন কিনে ওই ওয়েবসাইট দিয়ে ওই পুরুষের গায়ের টিশার্ট এর উপর আমার টিশার্ট ডিজাইন বসিয়ে ছবি বা ভিডিও বানিয়ে তা দিয়ে ফেইসবুকে অ্যাড দিয়ে আমার পণ্য বিক্রি করে ইনকাম করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে? যেহেতু ওই পুরুষদের মুখে দাড়ি নেই, আবার দাড়ি অনেকের মুখে থাকলে ও ছোট ছোট দাড়ি, দাড়ি গুলো কেটে ছোট করা, চুল লাল থাকে, চুল সুন্নত তরিকায় কাটা না।
(১) আমার ইনকাম কি হারাম হবে? ওই পুরুষদের মুখে দাড়ি নেই, আবার দাড়ি অনেকের মুখে থাকলে ও ছোট ছোট দাড়ি, দাড়ি গুলো কেটে ছোট করা, চুল লাল করা, আবার অনেকের চুল ও লাল আবার দাড়ি ও নাই। আবার অনেকের চুল ও লাল আবার দাড়ি ও নাই। এইসব কারণে।
(২) আমার কি গুনা হবে এইসব কারণে?
(৩) অনেকে বলে বাড়িতে লিচু গাছ লাগালে ওই বাড়ির মানুষ কোনো কাজে সফল হতে পারে না, সব কাজে লোকসান হয়, আর্থিকভাবে গরীব হয়ে যায়, এই কথার কি কোনো ভিত্তি আছে?
(৪) আমাদের এখানে মানুষ নতুন বিল্ডিং তৈরি করার সময় যখন পিলার এর ঢালাই দেয় তখন সর্ণ, রূপা, ধান, দুখলা, টাকা, পান , সুপারি পিলার এর গোড়ায় দেয় তারপর এইসব এর উপর পিলার ঢালাই দেয় , এই কাজ গুলো কি ঠিক?
(৫) মিমস বানানো কি জায়েজ? এবং মীমস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কি জায়েজ?