আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
191 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
closed by
১) কি করলে রিযিক কমে
কি করলে রিযিক বাড়ে
২) বসে বসে পা নাড়ানো কি খারাপ?
৩) অযুর পরে কি পানি খাওয়া সুন্নাহ?
৪) লজ্জাস্থানের লোম কতটুকু কাটা লাগবে?
৫) ফজরের আগে ইস্তিগফার এর কোন বিশেষ উপকারিতা আছে? নাকি তাহাজ্জুদই যথেষ্ট?
৬) দিনের মধ্যভাগে রহমতের দরজা খোলা থাকে। রাতেরও কি মধ্যভাগেও রহমতের দরজা খোলা থাকে নাকি শুধু শেষ ভাগে?
closed

1 Answer

+1 vote
by (712,480 points)
selected by
 
Best answer
জবাব
(১)বেশী বেশী ইস্তেগফার করলে,নামায পড়লে একং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে রিযিক বাড়ে।
আল্লাহ তা'আলা বলেন,
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।
يُرْسِلِ السَّمَاء عَلَيْكُم مِّدْرَارًا
তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন,
وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।(সূরা নুহ-১২০--১২) আল্লাহর নাফরমানি,নাশুকরী করলে রিযিক কমে।
(২)এটা কোনো উত্তম বা প্রশংসনীয় উদ্যোগ নয়।
(৩)অজুর পানি পান করা জায়েয। কেউ ককেউ মুস্তাহাব বলেছেন।।
عَنْ أَبِي حَيَّةَ قَالَ : " رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا ، ثُمَّ قَامَ فَشَرِبَ فَضْلَ وَضُوئِهِ ، وَقَالَ : (صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَنَعْتُ ) "
সুনাসু নাসাঈ-১৩৬,মুসনাদে আহমদ-৯৭১)
(৪)মুন্ডাতে হবে।তথা একেবারে মূল থেকে চুল  ফেলে দিতে হবে।
(৫)তাহাজ্জুদ পড়ার পর ইস্তেগফার করলে ভালো।তবে উস্তেগফার যে করতেই হকে, বা তরক করলে গোনাহ হবে।এমন কোনো বিধান নাই।
(৬)রহমতের দরজা সর্বত্রই এবং সব সময় খোলা থাকে
কেননা সারা দুনিয়ায় একসাথে দিন কিংবা রাত হয় না।
রাত্রের শেষ ভাগের কথা হাদীসে এসেছে।প্রথম ভাগ বা মধ্যভাগের কথা হাদীসের কোথাও আসেনি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 201 views
0 votes
1 answer 171 views
0 votes
1 answer 255 views
...