বিসমিল্লাহির রাহমানির রাহিম।
229 নং ফাতাওয়ায় উল্লেখ রেয়ছে,,,,,
সমাধানঃ-
গোসলের মুস্তাহার পদ্ধতি হল,প্রথমে দুনু হাত এবং লজ্জাস্থান ধৌতকরণ পূর্বক ওজু করা হবে।এই সময় নাকে-মুখে পানি দেয়া হবে।অতঃপর সমস্ত শরীরে পানি ঢালা হবে।উত্তম হল প্রথমে ডানকাদে তারপর বামকাদে তারপর মাথায় তিনবার করে পানি দিয়ে ধোত করবে।এবং শরীর মলে ধৌত করবে।সর্বশেষ পা ধৌত করবে।(কিতাবুন-নাওয়াযিল;৩/১৪৮)
জানাবত থেকে পবিত্র হওয়ার জন্য শুধুমাত্র গোসলের ফরয গুলা ভাল করে আদায় করে নিলেই কেউ পবিত্র হয়ে যাবে।
গোসলের ফরয তিনটি
(১)কুলি করা(২)নাকের নরম জায়গায় পানি পৌছানো(৩)সমস্ত শরীর ভালভাবে ধৌত করা।
বাথরুমে একাকি উলঙ্গ হয়ে গোসল করা জায়েয তবে কখনো উত্তম হবে না।