আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক খুবই ভালো, আলহামদুলিল্লাহ। গত দেড় বছরে আমাদের মধ্যে ঝগড়া ত দূরে থাক,সামান্য মনোমালিন্যও হয়নি। আমরা একে অপরকে নিয়ে খুবই খুশি,আর সারা জীবন এভাবেই থাকতে চাই।
কিছুদন আগে আমি তা..ক এবং কেনায়া বাক্য সম্পর্কে ওয়াজে জানতে পারি। তখন আমার মনের মধ্যে ভয় হয় আমি এধরনের কোন কথা বলি নাই তো? তেমন কিছুই মনে পড়ে না।তারপরেও সারাদিন ভাবতে থাকি এধরনের কোন কথা বলে ফেললাম নাকি?রাতে ঘুমের মধ্যে মনে হয়,কেনায়া বাক্য বলে ফেলেছি,ঘুম থেকে উঠে কিছুই মনে পড়ে না। আমি খুব সচেতন থাকি যেন এধরনের কথা আমার মুখ দিয়ে না বের হয়।
আগে আমি প্রান খুলে মজা করে কথা বলতাম। আমার কথা শুনে আমার স্ত্রী হেসে কুটি কুটি হতো। কিন্তু এখন আমি খুব সতর্ক থাকি।বেছে বেছে বেছে কথা বলি যাতে কেনায়ার ধারে কাছেও না যায়।
আমার মনের মধ্যে আমার সম্পুর্ণ অনিচ্ছাকৃত "আমি... দিলাম" কথাটা চলে আসে। এটা আমি চাই না। তারপরেও এটা চলে আসে। এই কথাটা আমার কথা নয়।আমার উদ্দেশ্য বা নিয়ত এরকম নয়। কিন্তু এই বাজে কথাটা মনে মধ্যে উকি দেয়।
খুব সতর্ক থাকার পরেও কয়েকটা ঘটনা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।
১। আমি আর আমার স্ত্রী একদিন গল্প করতেছিলাম। সে বলল,"আব্বু তোমাকে বাইক কিনে দেবার জন্য টাকা দিতে চাইছে"। আমি জানি, ওর বাবার বেশ কিছু ঋণ আছে। কিন্তু শখের জন্য দিতে চাচ্ছে। আমি তাই বলি" আমার জন্য গাড়ি কেনার কথা ভুলে যাও"। কথাটা বলার সাথে সাথে মনে মধ্যে"আমি... দিলাম " কথাটা উকি দিলো,আমার ইচ্ছার বাইরে।তারপর আমি বললাম " আমি গাড়ি নেবো না"।আবার অই কথাটা একই ভাবে ইচ্ছার বাইরে মনের মধ্যে উকি দিল।আমার স্ত্রী বললো" তোমার মত স্বামী পেয়ে আমি ভাগ্যবান।তোমাকে কিছু জোর করে দিতে চাইলেও নিতে চাওনা।আর অনেকেই নিজে চেয়ে নেয়"।আমি ভয়ে চুপ করে ছিলাম।
২। আমাকে কেও অবিশ্বাস্য বা অবাস্তব কোন কথা বললে আমি সহজাত ভাবেই বলে ফেলি,"হেট এখান থেকে"। অর্থ করলে এরকম হতে পারে, "দূর বেটা পাগল"। আমি না ভেবে না চিন্তা করেই মজার ছলে কথাটা বলে ফেলি। এটা আমার অভ্যাস হয়ে গেছে।
আমার স্ত্রী একদিন আমার সাথে গল্প করতে করতে একটা অবিশ্বাস্য কথা বলল। মজা করার জন্য বলেছিল।আমিও মজার ছলে অভ্যাস মত বলে ফেলি" হেট এখান থেকে"।আমার এই কথা শুনে সে হেসে ফেটে পড়ে। কিন্তু আমি ভাবি,এত সাবধান থেকে কি কেনায়া বাক্যের হাত থেকে রক্ষা পেলাম না। এটা কি কেনায়া বাক্য হয়ে গেল?যদিও আমি কোন কিছু মিন করে এটা বলি নি।
৩। আমার ছেলে মাঝে মধ্যে অসুস্থ্য হয়ে যায়।গ্রামে ডাক্তার দেখালে সুস্থ্য হতে অনেক দিন সময় লাগে। কোন কোন ক্ষেত্রে সুস্থ্য হয় না।৷ শেষ মেষ শহরে ভাল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আমি বললাম" এবার থেকে গ্রামে ডাক্তার দেখাবা না।শহরে গিয়ে দেখাবা"। ও বললো, "সাথে যে যাবে তাদের ত সময় মেলে না।"উল্লেখ্য আমি বাড়ি থাকি না,,সে আমার আব্বা বা শ্বশুরের সাথে ডাক্তারের কাছে যায়।আমি বললাম" একাই চলে যাবা"
কথাটা বলার পর প্রথমে মনে হল,এটা কেনায়া বাক্য হয়ে গেল নাতো,পরে মনের মধ্যে "আমি.... দিলাম” কথাটা মনের মধ্যে আসবে বুঝতে পারে আস্তগফিরুল্লাহ পড়তে থাকি।
৪। আমি আর আমার স্ত্রী এক সাথে একটা কাজ করতে ছিলাম। কিচ্ছুক্ষন বিশ্রাম নিলাম।সে আবার কাজ করতে পারবে কি না জানার জন্য প্রশ্ন করলাম," আর হবে না?” কথাটা বলার সাথে সাথে আমার মনের মধ্যে"আমি..... দিলাম" কথাটা মনের মধ্যে উকি দিল। সাথে সাথে আমি।দোয়া পড়তে শুরু করলাম।
আমি ইচ্ছা করে মনে করি নাই এই বাজে কথাটা। আমি বরং সাবধান থাকি এধরনের কথা না বলার এবং চিন্তা না করার।
খুব দুশ্চিন্তা হচ্ছে এই ঘটনা গুলো নিয়ে।