আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,আমার অনেক সম্ল্য প্রায় প্রায় রুকু ও সিজদা থেকে উঠার সময় সোজা হয়ে বসি বা দাড়াই কিনা, নাকি ঝুকে থাকি তা সন্দেহ হয়।যেহেতু আমার ওয়াসোয়াসার রোগ আছে তাই এটা বেশি। আমার মনে হয় আমি মাঝে মাঝে পরিপূর্ণ সোজা হয়ত হইনা কিন্তু কিছুটা ঝুকে থাকি কিন্তু এটা অন্য কেউ দেখলে হয়ত বুঝবেনা যে ঝুকেছি।আর এটা খুব বেশি ঝুকে বাকা হওয়া না।
যাহোক এসবের কারনে কি নামাজ বাতিল হবে?, কারণ এটা ওয়াজিব আর অনেক সময় আমি এরজন্য সাহু সিজদা দেইনা সন্দেহ হবার পরেও
২,আমরা বিয়ে করার যতদিন না আমার বাসায় উঠিয়ে নিব ততদন সহবাস করবনা বলে উভয় পক্ষ(স্বামী-স্ত্রী বিয়ের আগে) সম্মত ছিলাম এখন যদি তার আগেই শারীরিস্ক সম্পর্ক।করি তাহলে গুনাহ/বা বিয়ের ক্ষতি হবে?