১.কোনো মহিলা ইউটিউবে ভিডিও ক্লিপে একটা প্রশ্ন দেখলো ইহুদি খ্রিস্টান রা কি কাফের? কিন্তু ভিডিওতে ক্লিক না করে মনে মনে দোটানায় পড়ে গেলো যে ওরা কাফের কি? সন্দেহে পড়ে গেল(ঐ মহিলার এটা তখন মাথায় ছিলো না ওরা তো দিত্ববাদ ও ত্রিত্ববাদে বিশ্বাসী) আবার তখন ভাবলো কোনো কাফের কে কাফের না ভাবলে তো ইমান থাকে না ব্যক্তি নিজেই কুফরীতে পড়ে যায় তবে কোনো মুসলিম কে কাফের বললেও নিজে কাফের হয়ে যায় না। তাই যেহেতু বুঝতে পারছি না তাই ওদের( ইহুদি খ্রিস্টান) কাফের বলাই উচিত।তখন ওদের কাফের হওয়ার ব্যাপারে কোনো দলিল জানা ছিলো না শুধু আহলে কিতাবদের আল্লাহর রাসূল একত্ববাদের দিকে আহ্বান করার ব্যাপারে যে আয়াত আছে ঐটা মাথায় আসছিলো ঐ মহিলার।আর সে এটা মনে হয় হয় জানতো না( সন্দেহ হচ্ছে) ইহুদি খ্রিস্টানদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকে না।আর তার স্বামী ভিডিওটি দেখার আগেই ফোন করে তাই কথা বলা শুরু করে যেকারনে ঐ চিন্তা গুলো করার পর ভিডিও টা আর দেখার সুযোগ পায়নি।ফোনে কথা বলা শেষ করে সে ঐ ভিডিও টা দেখে জানতে পারে ইহুদি খ্রিস্টান রা কাফের এটা কুরআনে স্পষ্ট এটা নিয়ে সন্দেহ করলে ইমান চলে যাবে।এই ভিডিওটা দেখার পর উক্ত মহিলার ভয় লাগছে যে তার ইমান চলে গেল কিনা?? এবং সে তখনই তওবা করে অনেক। তার যদি তখন এটা মাথায় থাকতো যে তারা সুস্পষ্ট কাফের তাহলে সে সন্দেহ করতো না।বিবরন মতে ঐ মহিলার মনে ইহুদি খ্রিস্টান দের কাফের হওয়ার ব্যাপারে সন্দেগ করার কারণে ইমান চলে যাবে??