আমি গোসলে যাবো, কিন্তু আমার গামছাটা পাচ্ছিলাম না, পরে মা রোদ থেকে এনে দিলো ৷ গোসলের পরে গা মুছলাম, মনে হল কেচে দেয়া হয়েছে। মাকে জিজ্ঞাসা করলে ,বললো, ওয়াসিংমেশিনে কাচা হয়েছে ৷ এতে খুব দুঃশ্চিতায় পড়ে গেলাম। কারণ এর সাথে নাপাক চাঁদর ধোয়া হয়েছে ।
তবে ওয়াশিংমেশিনে তো ৪-৫ বার কাপড় কাচে অটোমেটিক। একবার কাচার পরে পুরো পানি বের করে আবার কাচে, এভাবে ৪-৫বার হয়। তাহলে কি সাথের অন্য কাপড়ও নাপাক হয়ে যাবে? কিন্তু অন্য কাপড় থেকেও তো একি সাথেই সাথে সব পানি বের হয়ে যায়। তখন নাপাক কাপড়ে যদি নাপাক না থাকে, তাহলে পরিস্কারেও তো নাপাক যাবার কথা না।
আমি জানি কোন নাপাক কাপড় তিনবার কেচে সব পানি বের করে দিতে হয়, আর তাতে যেন কোন সেই পুরনো গন্ধ বা দাগ না থাকে ৷ এর ভিতরের কাপড়ও তিনবারের বেশি ধোয়া হয়েছে আর গামছাতে কোন গন্ধ ছিল না। পরে রোদে শুকানো হয়েছে।
আমি গামছা দিয়ে গা মুছেছি। এখন সবকিছু কি নাপাক হয়ে যাবে, নাকি পাক থাকবে? দুঃশ্চিতায় মনটাই খারাপ হয়ে গেল।