আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
104 views
in পবিত্রতা (Purity) by (38 points)
আসসালামু আলাইকুম, একটু কষ্ট করে বুঝিয়ে দিলে উপকৃত হতাম। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমীন।

(১) ছোট বাচ্চা তার নাপাক হাত (হাত হালকা ভেজা, যেটা দিয়ে কাপড় ধরলে কাপড় ভিজে যাচ্ছেনা এমন নাপাক হাত) দিয়ে চুলে স্পর্শ করলে বা চুল টান দিলে কি চুল নাকাপ হয়ে যাবে?
(২) [নাজাসতে গালিজাহ কাপড় বা শরীরে লাগলে, এক দিরহাম (তথা বর্তমান সময়ের পাঁচ টাকার সিকি)পরিমাণ বা তার চেয়ে কম হলে, উক্ত কাপড়ের সাথে নামায বিশুদ্ধ হবে।যদিও তা ধৌত করা জরুরী যদি সময়-সুযোগ থাকে।] এই হুকুম কি কাপড়, শরীর উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য?

নাকাপীর ধরার সিস্টেমগুলো কি এমন?যে-
(৩) কোন নাপাক সেটা শরীর থেকে হোক (যেমন, হাত-পা) অথবা সরাসরি হোক, সেটা ‘কাপড়ে লাগলে’ ( যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই কাপড় যদি চিপড়িয়ে পানি ফেলার মতন হয় তবেই কি সেই কাপড়ে নাপাকি লেগেছে বলে ধর্তব্য হবে?অন্যথায় নাপাকী ধর্তব্য হবেনা?

(৪) একই ভাবে,কোন নাপাক সেটা শরীর থেকে হোক বা সরাসরি হোক, এমন কোন নাপাক ‘চুলে লাগলে’ ( যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই চুলগুলো যদি চিপড়িয়ে পানি ফেলার মতন হয় তবেই কি সেই চুলে নাপাকি লেগেছে বলে ধর্তব্য হবে?অন্যথায় নাপাকী ধর্তব্য হবেনা?

(৫) ঠিক একইভাবে, শরীর থেকে কোন নাপাক ‘শরীরে লাগলে’ ( যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই শরীরের ওই অংশটুকুতে যদি কোন কাপড় রেখে সেই কাপড় চিপড়িয়ে পানি ফেলার মতন হয় তবেই কি সেই শরীরে নাপাকি লেগেছে বলে ধর্তব্য হবে?অন্যথায় নাপাকী ধর্তব্য হবেনা?

1 Answer

0 votes
by (715,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ছোট বাচ্চা তার নাপাক হাত (হাত হালকা ভেজা, যেটা দিয়ে কাপড় ধরলে কাপড় ভিজে যাচ্ছেনা, এমন নাপাক হাত) দিয়ে চুলে স্পর্শ করলে বা চুল টান দিলে চুল নাকাপ হবে না।

(২) [নাজাসতে গালিজাহ কাপড় বা শরীরে লাগলে, এক দিরহাম (তথা বর্তমান সময়ের পাঁচ টাকার সিকি)পরিমাণ বা তার চেয়ে কম হলে, উক্ত কাপড়ের সাথে নামায বিশুদ্ধ হবে।যদিও তা ধৌত করা জরুরী যদি সময়-সুযোগ থাকে।] 

এই হুকুম কাপড়, শরীর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

(৩) কোন নাপাক সেটা শরীর থেকে হোক (যেমন, হাত-পা) অথবা সরাসরি হোক, সেটা কাপড়ে লাগলে (যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই কাপড় যদি চিপড়িয়ে পানি ফেলার মতন হয়। 

আপনার এই প্রশ্নটি অস্পষ্ট।দয়াকরে স্পষ্ট করে কমেন্টে লিখুন। জাযাকাল্লাহ। 

(৪) একই ভাবে,কোন নাপাক সেটা শরীর থেকে হোক বা সরাসরি হোক, এমন কোন নাপাক চুলে লাগলে (যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই চুলগুলো যদি চিপড়িয়ে পানি ফেলার মতন হয়।

আপনার এই প্রশ্নটি অস্পষ্ট।দয়াকরে স্পষ্ট করে কমেন্টে লিখুন। জাযাকাল্লাহ। 

(৫) ঠিক একইভাবে, শরীর থেকে কোন নাপাক শরীরে লাগলে ( যেমন, নাপাকী ঘেমে ভিজা হলেও) সেই শরীরের ওই অংশটুকুতে যদি কোন কাপড় রেখে সেই কাপড় চিপড়িয়ে পানি ফেলার মতন হয়।

আপনার এই প্রশ্নটি অস্পষ্ট।দয়াকরে স্পষ্ট করে কমেন্টে লিখুন। জাযাকাল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (38 points)
আসসালামু আলাইকুম, শাইখ অস্পষ্ট প্রশ্নটি ক্লিয়ার করে লিখলাম শাইখ। কষ্ট করে উত্তর দিবেন ইনশা আল্লাহ। 

ওইটা বলছিলাম যে, নাপাকী কাউন্ট করার হিসাবটা বা মূলনীতির সাথে কিরকম হবে?

এরকম হবে কি?
 (১) ধরুন কাপড়ে তরল নাপাকি লাগছে, কিন্তু নাপাকীর সেই অংশটুকু চিপড়ালে কোন ফোঁটায় ফোঁটায় পানি বের হচ্ছেনা। তাহলে কি সেই কাপড়ে নাপাকি লেগেছে বলে ধর্তব্য হবে?

(২) ঠিক একইভাবে শরীরেও তরল নাপাকী লাগল৷ এখন এটা কখন নাপাকী লেগেছে বলে ধর্তব্য হবে?মানে, শরীরের যেই অংশে নাপাকী লাগল সেই অংশে কোন কাপড় দিয়ে মুছলে সেটাতেও চিপড়ালে কোন ফোঁটা ফোঁটায় পানি বের হচ্ছেনা, তাহলেও কি সেই শরীরের ওই অংশে নাপাকী লেগেছে বলে ধতর্ব্য হবে?

(৩) একই ভাবে যেকোন জিনিসপত্রে (প্লাস্টিকের, কাঠের) নাপাকী লাগলে, সেগুলোও কাপড় দিয়ে মুছে ফোঁটায় ফোঁটায় পানি পড়লে সেই জিনিসটাতে নাপাক লাগছে বলে ধর্তব্য হবে? নাহলে হবেনা?
by (38 points)
আসসালামু আলাইকুম, শাইখ আমি প্রশ্নটা কমেন্টে  করে রেখেছিলাম আবার। আপনি একটু কষ্ট করে দেখে দিবেন শাইখ!  ইনশা আল্লাহ 
by (715,680 points)
কোনো নাপাকিকে কাপড় দ্বারা মুছলে, সেই কাপড়কে নিংড়ালে পানি বের হোক বা না হোক, সর্বাবস্থায় ঐ কাপড় নাপাক হিসেবেই বিবেচিত হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...