আসসালামু আলাইকুম ,
আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। আমি ভাড়া থাকি। তবে মা জন্ম নিবন্ধন, স্কুলের ফরম ইত্যাদি যেসব জায়গায় স্থায়ী ঠিকানা চেয়েছে সে জায়গায় তার বাবার বাড়ির ঠিকানা দিয়েছে ।তখন আমার মধ্যে কোনো দ্বীনি ঈলম ছিলো না। এখন চাকরীর আবেদম ফর্মে স্থায়ী ঠিকানায় মা এর দেয়া মিথ্যা স্থায়ী ঠিকানাই দিতে হচ্ছে,কারন স্কুল কলেজের সার্টিফিকেটে ঐ স্থায়ী ঠিকানা দেয়া। এর কারনে কি চাকরী হারাম হবে যদিও চাকরী নির্ভরকরে শিক্ষাগত যোগ্যতার উপর ?
এখন ঠিকানা সংশোধন করাও অনেক সময় সাপেক্ষ এবং ভোগান্তির ব্যাপার,এর জন্য বিভিন্ন অফিস আদালতে দৌড়াতে হবে ।