আসসালামু আলাইকুম।
শায়েখ,
(১) আমি মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছি হুজুর তালাকের ওয়াসওয়াসার জন্য। সন্দেহ কোন ভাবেই দুর করতে পারছি না। একটা গেলে আরেকটা আসছে। তালাক হয়ে গেল কিনা ভেবে মনের ভিতর সবসময় একটা ভয় কাজ করে। আমি কেন জানি নিশ্চিন্ত মনে থাকতে পারছি না।
আজ সকালে ওয়াইফের ছোট একটা ভুলের জন্য একটু রাগ করে বলছিলাম গাধা। বলার পর হালকা সাউন্ডে বিড়বিড় করে কি যেন বললাম। সম্ভবত গাধা বলছি আবার। কিন্তুু তারপরেই আমার মনে হচ্ছে আমি মনে হয় তালাক বললাম। এই নিয়ে ভেবে আমি আবার কষ্ট পাচ্ছি। এটাই বার বার চিন্তা চলে আসছে হুজুর। কি যে এক মছিবতে পড়ছি আমি বুঝাতে পারবো না। কোন স্বাভাবিক মানুষ এই ছোট দুই একটা কথার জন্য তালাক বলবে না। বিষয়টা এমন :
-আমার মেয়ে সকালে উঠে খাটের উপর পেসাব পায়খানা করেছে তাই আমি আমার ওয়াইফকে বলছি, তুমি পারোনা সকালে উঠে পেসাব পায়খানা করাতে।
-ওয়াইফ বললো তুমি ও তো পারো।
-তখন আমি বললাম তুমি একটা গাধা। জানো সকালে উঠে আগে পেসাব পায়খানা করানো উচিত। তারপর বিড়বিড় করে যে আমি কি বললাম মনে করতে পারছি না। মনে হচ্ছে আবার ছোট শব্দ করে গাধা বলেছি। আবার মনে হচ্ছে তালাক বললাম নাতো? যেহেতু সবসময় তালাক শব্দটি মনের ভিতর চলতে থাকে।
এতে কি তালাক হবে হুজুর?
(২) আমি খাচ্ছিলাম। ওয়াইফ বললো বাচ্চার জন্য বাটিতে ভাত নিয়ে আসবো?
আমি বললাম যাও। যখন যাও বলি তখন মনে চলে আসলো তালাক দিলাম।
আবার এমন মনে হয়ে যাচ্ছে যে, আমি তালাকের নিয়তে বললাম। এতে কি তালাক হবে?
(৩) মাঝে মাঝে তালাক মুখ দিয়ে উচ্চারন করে ফেলছি মনে হচ্ছে। মনে মনে বললে ও উচ্চারন করছি বলে মনে হচ্ছে। কোন শব্দ মুখ দিয়ে বের হলেও মনে হচ্ছে তালাক বললাম। কোন সময় কি উচ্চারন হয়ে গেলে তালাক হবে?
(৪) আমার এমন উল্টা পাল্টা চিন্তা আমি কন্টোল করতে পারছি না। আল্লাহকে নিয়ে এমন এমন খারাপ চিন্তা আসে যা আমি মুখে প্রকাশ করতে পারবো না। মা, মেয়েকে নিয়ে ও আজে বাজে চিন্তা আমাকে কষ্ট দেই।
মানসিক ডাক্তার এর নির্দেশমত ঔষধ চলছে কিন্তুু চিন্তা কন্টোল হচ্ছে না।
তালাক নিয়ে এসব এর জন্য আল্লাহ কি আমাকে দায়ি করবেন হুজুর??
আমার খুব ভয় হচ্ছে। আমি কি করবো?
আমার পূর্বের প্রশ্ন ও শায়েখ ওলি উল্লাহ ও ইমদাদুল হুজুরের মতামত :
https://ifatwa.info/54791
[ কিছু মনে করবেন না শায়েখ, আমি জানি এসব বিষয়ে আমার আবার প্রশ্ন করা ঠিক হয়নি। কিন্তুু মনে নতুন কোন সন্দেহ আসলে আমি আপনাদের উওর না জানা পর্যন্ত খুব কষ্টে থাকি। তাই আবার প্রশ্ন করলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত শায়েখ। জাযাকাল্লাহু খয়রান ]