মুখমন্ডল ধোয়ার সময় আমি সবসময় ঠোট আলাদা করে ধুই, না হলে আমার অজু নিয়ে সন্দেহ থেকে যায়।আমি যদি কুলি করার সময় ঠোট একবার ধুয়ে ফেলি,তাহলে কি আমার মুখমন্ডল ধোয়ার সময় আলাদা করে আবার ঠোট ধোয়া লাগবে?(শুধু মুখমন্ডল ধুলে আমার ঠোট ভিজেছে কিনা এ নিয়ে সন্দেহ থেকে যায়, নামাজে খুশু পাই না।)