আসসালামু আলাইকুম শায়েখ, অনেক অসহায় হয়ে লিখছি আপনার কাছে,,, যদি উত্তর দিতেন আমার খুব উপকার হত।
হাসবেন্ডের অনুমতি ছাড়া যেহেতু আমি ডিভোর্স দিলে শরিয়াহ নিয়মে তালাক হবে না+তালাক নিতে হলে তার কাছ থেকে জোর করেই নিতে হবে,,আর উনি আমার কাছে বার বার মাফ চাচ্ছে আর বলছে তার ভুল বুঝতে পেরেছে, সব শুধরে নিবে, আমি শুধুমাত্র আল্লাহর অভিশাপের ভয়ে তাকে মাফ করে দেওয়ার কথা ভাবছি, আবারও তাকে বিশ্বাস করে ফিরে যাওয়ার কথা ভাবছি।
কিন্তু আমার ফ্যামিলি তাকে বিলিভ করতে পারছে না, তাদের মতে সে আমাকে আলাদা রাখলেও শান্তি হবে না।তারা যথেষ্ট ভয় পাচ্ছে আমাকে নিয়ে গিয়ে আবার আগের মত নির্যাতন করে কিনা,,
আব্বু বলছে আমি যদি ওর কাছে ফিরে যেতে চাই তাহলে যেতে পারব৷ কিন্তু আব্বুর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না.... আমার আব্বুকে আমি অনেক ভালবাসি, আব্বুর সাথে সম্পর্ক না থাকা আমার কাছে বেচেও মরে যাওয়ার সমান। কিন্তু আব্বুকে কোনোভাবেই রাজি করানো সম্ভব হচ্ছে না, কারণ আব্বু অনেক জেদি, ৩০/৪০বছর আগের হওয়া ঝগড়ার কারণে এখনো নিজের বোনের সাথে কথা দূরে থাক, মুখ ও দেখেন না। তাই আমি খুব অসহায় অবস্থায় আছি, কি করব কিছুই বুঝতে পারছি না, আমার হাসবেন্ডকে অনেক বুঝাইছি যেন সে আমাকে নিজ থেকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু তার এক কথা,সে দিবে না ডিভোর্স। তার কাছ থেকে ডিভোর্স নেয়া মানে তাকে মামলা দিয়ে হয়রানি করে ডিভোর্স নেওয়া।
১)কিন্তু এভাবে মামলা করে তার কাছ থেকে জোর করে ডিভোর্স নিলে আমার উপর আল্লাহর অভিশাপ পড়বে না?
২) ফ্যামিলির সবাই বলছে আব্বুর মনে কষ্ট দিয়ে এভাবে হাসবেন্ডের কাছে গেলে আমার কখনো সুখ হবেনা,, আব্বুর দীর্ঘশ্বাস আমার উপর অভিশাপ হয়ে থাকবে সারাজীবন।
হাসবেন্ড এর কাছে চলে যাওয়া মানে আমার পুরো ফ্যামিলি কে হারানো, তারা কেউ কখনো আমার দিকে মুখ ফিরে চাইবে না।এখন আমি কি করব শায়েখ? কোনটা আমার জন্য ভাল হবে? যেকোনো একটা বেছে নিতে হবে আমাকে।