ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﻣَﻦ ﻟَّﻢْ ﻳَﺤْﻜُﻢ ﺑِﻤَﺎ ﺃَﻧﺰَﻝَ ﺍﻟﻠّﻪُ ﻓَﺄُﻭْﻟَـﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻔَﺎﺳِﻘُﻮﻥَ
যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না, তারাই পাপাচারী।(সূরা মায়েদাঃআয়াতঃ৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/623
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি বাংলাদেশে বসবাস করছেন, এখানকার ৯০ ভাগ মুসলিম জনসংখ্যা। আপনার মত এমন ব্যক্তি যার অন্তরে অন্ততপক্ষে এমন প্রশ্ন উদয় হয়েছে, যে আমার ফয়সালা কি কুরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে।আমার জন্য আইন পেশায় জয়েন হওয়া কি জায়েয হবে? এখন আপনি যদি আইন পেশায় না আসেন, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী কেউ একজন এসে আপনার জায়গা দখল করে বসবে।অথবা স্বজাতীর এমন কোনো ভদ্রলোক জয়েন হবে, যেকিনা নিজের পেঠের প্রয়োজনে দেশকে বিক্রি করতেও দ্বিধাবোধ করবে না। ইসলামী র্রাষ্টের মৌলিক মূলনীতির একটি মূলনীতি হল, ইনসাফ কায়েম করা, সেই ব্যক্তি ইনসাফের কবর রচনা করবে। মাজলুমকে সাহায্য করার বদলে জালিমের পক্ষাবলম্বন করবে। অন্ততপক্ষে আপনার দ্বারা ইনসাফতো প্রতিষ্টা হবে। মাজলুমের সাহায্য হবে।
বিচারক যিনিই হবেন, উনাকে তো দেশীয় আইনেই বিচার করতে হবে।উনি একা তো আইনকে বদলাতে পারবেন।হ্যা, আইনকে বদলানোর চেষ্টা তিনি করতে পারেন।যেভাবে সমস্ত মুসলমানেন উপর আইনকে বদলানো ওয়াজিব।ঠিক ব্যক্তি হিসেবে উনার উপরও ওয়াজিব থাকবে।
মজবুরির হালতে দেশীয় আইনে বিচার করার কারণে উনাকে একা ফাসিক জালিম আখ্যায়িত করা যাবে না।বরং পূর্ণ সমাজকেই এর দায়ভাড় নিতে হবে।