ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার)-৮৫৪০)
(১)
জুরাইনা আফরিন জাইফা
জুরাইনা নামের অর্থ হল,পথনির্দেশক আলো।
আফরিন নামের অর্থ, প্রশংসা,ভাগ্যবান, আনন্দদায়ক।
জাইফা নামের অর্থ হল,জান্নাতের অতিথিনী,দুর্বল এবং আগন্তুক,মেহমান।
(২)
জুনাইরা আফরিন জেনিফা
জুনাইরা অর্থ হল, পথনির্দেশক আলো।আফরিন নামের অর্থ, প্রশংসা,ভাগ্যবান, আনন্দদায়ক।আর জেনিফা অর্থ, মহৎ, উন্নতশির, সম্ভ্রান্ত,যার আত্মসম্মান আছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উভয় নামের অর্থ সুন্দর। সুতরাং উভয় নামের মধ্য থেকে যেকোনো একটি নামকে রাখা যেতে পারে।