আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
221 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)

আসসালামু আলাইকুম। 
خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ
মানুষের (চরিত্র ও কর্মের) উৎকৃষ্ট অংশ গ্রহণ করুন, সৎকাজের নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলুন ।(আল আরাফঃ১৯৯)
এখানে অজ্ঞ বলতে কাদের বোঝানো হয়েছে-যালিম,ফাসিক,নাকি কাফির?

1 Answer

0 votes
by (589,260 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মোটকথাঃ উক্ত আয়াতে জাহিল দ্বারা নির্বোধ উদ্দেশ্য।কেউ কেউ বলেন,আবু জাহিল এবং তার সাঙ্গপাঙ্গ উদ্দেশ্য।

তাফসীরে বায়যাবীতে উল্লেখ করা হয় যে,
উক্ত আয়াত দ্বারা উত্তম চরিত্রর মানদন্ড নির্ধারণ করে দেয়া হয়েছে।যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে,তবে সবাই এর মধ্যে শামীল রয়েছেন।
{ وَأَعْرِض عَنِ ٱلْجَـٰهِلِينَ } فلا تمارهم ولا تكافئهم بمثل أفعالهم، وهذه الآية جامعة لمكارم الأخلاق آمرة للرسول باستجماعها.
হে নবী আপনি নির্বোধদের সাথে তাদের মত আচরণ করবেন না।এই আয়াত উত্তম চরিত্রের সর্বোত্তম নমুনা।যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফলো করার নির্দেশ দেয়া হচ্ছে।

তাফসীরে জ্বালালাইনে উল্লেখ করা হয়,
{ﻭَﺃَﻋْﺮِﺽ ﻋَﻦْ اﻟْﺠَﺎﻫِﻠِﻴﻦَ} ﻓَﻼَ ﺗَﻘَﺎﺑُﻠﻬﻢْ ﺑِﺴَﻔَﻬِﻬِﻢْ
হে নবী আপনি নির্বোধদের সাথে তাদের মত আচরণ না করে বরং মুখ ফিরিয়ে নিবেন।এটাই তাদের জন্য শিক্ষা।

তাফসীরে মুয়াসসারে উল্লেখ করা হয়,
وأعرض عن منازعة السفهاء ومساواة الجهلة الأغبياء.
হে নবী আপনি নির্বোধদের সাথে ঝগড়া থেকে বিরত থাকবেন।এবং ধনবান জাহিলদের মত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন।

তাফসীরে সা'দিতে উল্লেখ করা হয়
أمر اللّه تعالى أن يقابل الجاهل بالإعراض عنه وعدم مقابلته بجهله، فمن آذاك بقوله أو فعله لا تؤذه، ومن حرمك لا تحرمه، ومن قطعك فَصِلْهُ، ومن ظلمك فاعدل فيه.
আল্লাহ তা'আলা নির্বোধদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা না বাড়িয়ে মুকাবেলা করার জন্য নির্দেশ দিচ্ছেন।যে ব্যক্তি কথা বা কাজ দ্বারা আপনাকে কষ্ট দিবে,তাকে আপনি কষ্ট দিবেন না।যে আপনাকে বঞ্চিত করবে,তাকে আপনি বঞ্চিত করবেন না।যে আপনার সাথে সম্পর্কচ্ছেদ করবে,তার সাথে আপনি সম্পর্কচ্ছেদ করবেন না।যে আপনার উপর যুলুম নির্যাতন করবে তার উপর আপনি ন্যায় ইনসাফ করবেন।

আল-ওয়াসিত লি-তানতাওয়ীতে উল্লেখ করা হয়,
وَأَعْرِضْ عَنِ الْجاهِلِينَ الذين لا يدركون قيم الأشياء والأشخاص
হে নবী আপনি ঐ সমস্ত মানুষ থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন,যারা জিনিষের কদর জানে না।মানুষের কদর জানে না।

তাফসীরে কুরতুবীতে উল্লেখ করা হয়
وأعرض عن الجاهلين أي إذا أقمت عليهم الحجة وأمرتهم بالمعروف فجهلوا عليك فأعرض عنهم
হে নবী যখন আপনি কারো সামনে হকের দলীল পেশ করবেন,এবং সত্যাগ্রহের আদেশ দিবেন,এরপরও যদি কেউ আপনার উপর যুলুম নির্যাতন করে,তাহলে আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিবেন।

তাফসীরে বাগাবীতে উল্লেখ করা হয়
( وأعرض عن الجاهلين ) أبي جهل وأصحابه ، نسختها آية  السيف . وقيل : إذا تسفه عليك الجاهل فلا تقابله بالسفه ، وذلك مثل قوله : " وإذا خاطبهم الجاهلون قالوا سلاما " ( الفرقان - 63)
এখানে জাহিল দ্বারা আবু জেহেল ও তার সঙ্গ-সাথী  উদ্দেশ্য।কিন্তু পরবর্তীতে যুদ্ধের আয়াত দ্বারা উক্ত আয়াত মনসুখ হয়ে যায়।কেউ কেউ বলেন,এর অর্থ হল,হে নবী কেউ যদি আপনার উপর নির্বোধের মত আচরণ করে,তাহলে আপনি তার মত আচরণ করবেন না।এটাই সূরা ফুরকানের ৬৩ নং আয়াতের ব্যখ্যা। 

তাফসীরে কাশশাফে উল্লেখ করা হয়
{ وَأَعْرِض عَنِ ٱلْجَـٰهِلِينَ } ولا تكافىء السفهاء بمثل سفههم، ولا تمارهم،
হে নবী আপনি নির্বোধের সাথে তাদের মত আচরণ করবেন না।এবং তাদের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...