ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে।
শর্তগুলো হল,
১–
সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة
وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
যেহেতু উত্তেজনার সময় আপনি আপনার মাকে স্পর্শ করেননি,বা স্পর্শ করার সময়ে উত্তেজনা আসেনি,এবং সহবাসের ইচ্ছাও জাগ্রত হয়নি, তাই আপনার মায়ের সাথে হুরমত হবে না।
আপনি যদি আপনার মায়ের প্রস্রাবের রাস্তার ভিতরের অংশ দেখে ফেলেন, এবং কামোত্তেজা থাকে তাহলে হুরমত হয়ে যাবে।তহমায়ের
(২)
ইচ্ছাকৃত মায়ের সাথে এমন তামান্না পৃথিবীর সর্বনিকৃষ্ট পাপ কাজের একটি কাজ।" যাকে হাদীসে কিয়ামতের আ'লামত বলা হয়েছে। সুতরাং আপনার গোনাহ তো হবেই।
(৩) গোপন কথা শেয়ার করাে দরণ হুরমত হয়না। আপনার মায়ের দেখভাল তো আপনিই করবেন। এরজন্য গোপন কথা শেয়ার করা কতটুকু জরুরী,সো বোধগম্য নয়।