১.গত বছরের একটি ঘটনাঃ
তখন দূর্গাপুজা চলছে। এর ভিতরে আমার পাঞ্জাবী একটা আয়রন করার দরকার পরে। অনেক খোঁজার পরে এক জন এমনিতেই এটা করে দিতে রাজি হয়, (তার আয়রন এর দোকান না)। সে আয়রন করার সময় বলছিলো যে "পান্জাবী ভালে না হলে তো পুজা/অনুষ্ঠান মাটি হয়ে যাবে। (কোন শব্দ বলেছিলো মনে নাই পুজা বলার সম্ভাবনাই বেশি), একটা ভালো কাজ করি"
তখন বুঝতে পারতেছিলাম সে হয়তো আমাকে হিন্দু ভাবতেছিলো।একদিকে সে পরিষ্কার করে নি হিন্দুই ভেবেছে কি না, আর দোকান খোলা না থাকায় আমি আগ বারিয়ে তার ভুল ভাঙ্গানোর জন্য কিছু বলি নি। ভাবতেছিলাম কাজ টা হয়ে যাক বরং সে ভুল ভেবে(হিন্দু ভেবে) হলেও কাজটা হয়ে যাচ্ছে বিবেচনায় খুশি হয়েছিলাম।
*আমার এই কাজ কি কুফরীতে সন্তুষ্ট থাকা বুঝায়?বা কুফরী হয় কি?*
২. একটা ফতোয়া দেখলাম,"কেউ অন্যকে বলল, তুমি কাফের হয়ে গেছ। সে বলল, ঠিক আছে তুমি আমাকে কাফেরই মনে করো। তাহলে সে কাফের হয়ে যাবে।"
উপরের এই ঘটনা আমি হেসে একজনের সাথে শেয়ার ও করেছি বলে মনে হচ্ছে। যে এভাবে একজন আমাকে হয়তো হিন্দু ভেবেছিলো আর কাজটা করে দিয়েছিলো। এটাও হয়তো তখন বলেছিলাম , যে তখন মনে মনে ভাবছিলাম যা ইচ্ছে ভাবুক আমার কাজ তো হইছে। ( কিন্তু শিওর হয়ে বলতে পারছি না এইটা বলেছিলাম কি না,আবছা আবছা মনে পরছে)
এই কথা বলার জন্য কি কাফের হবো?বিবাহ কি হবে?
(এইভাবে কুফরীতে সন্তুষ্ট হওয়া যে কুফরী,বা এভাবে বললেও যে কুফরী হয় তখন তা আমি জানতাম না)