আমি আগে একটা প্রশ্ন করেছিলাম আমাকে উত্তর দিয়ে সাহায্য করেছেন। অনেক শুকরিয়া।
হুজুর একটা বিষয় নিয়ে বলতে চাইছি,,,,,,,
১. একদিন বিয়ের পর শশুর বাড়ি গিয়েছিলাম এবং আমার কি একটা দরকার ছিল আমি ভুল বশত '"" মা""
বলে ডেকে ফেলি । তাহলে কি আমার স্ত্রী হারাম বা কাফফরা এমন কিছু হবে?? কোনো সমস্যা হবে??
২. কাল কে খুব গরম ছিল শুয়ে ছিলাম আমার বোন আমার ঘরে এসেছিল আমি ভুল করে বলেছি ""জান জানালা টা খুলে দাও যখনই মনে হয়েছে আমর বোন এটা তখন বললাম বোন জানালা টা খুলে দে""
এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে?