আসসালমুআলাইকুম শায়েখ,
আমি দুটি বিষয় জানতে চাইছি খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ করছি উত্তর দুটি দিবেন তারা তারি।
১. একজন অনেকদিন আগে উত্তেজিত হয়ে স্পর্শ করে , এবং উত্তেজিত হয়ে নিজের হাত গোপন অঙ্গে দিতেই কিছু খন এর মধ্যে বীর্য পাত হয়ে যায়। বিষয় হলো যে হেতু বীর্য পাত হয়েছে ঘটনাস্তানে তাই হুরমত হবে না , কিন্তু সেই ব্যক্তির এখন মনে হচ্ছে বীর্য্যপাত হয়নি। আবার মনে হচ্ছে হয়েছিল তো বীর্য্যপাত ।
*******সে দুটানার মধ্যে হয়েছে , তার মনে হচ্ছে না যে বীর্য্যপাত হয়েছে, বেশির ভাগ মনে হচ্ছে হয়নি আবার মনে হচ্ছে হয়েছে। হয়ত বীর্য্যপাত হয়েছে কিন্তু মনে নেই সেই জন্য মনে হচ্ছে যে বীর্য্যপাত হয়নি। বা হয়ত বীর্য্যপাত হয়নি কিন্তু মনে হচ্ছে হয়েছে , আবার মনে হচ্ছে হয়নি , এইরকম অবস্থা, এক্ষেত্রে কি হুরমত হবে ?
২. কোনো ব্যক্তি স্ত্রীকে বলে, বেশি কথা বাড়ালে তালাক দিবো , স্ত্রী চুপ হয়ে যায়, তার পর ও স্বামী রেগে গিয়ে বলে *এক তালাক*। স্ত্রী তখন জিজ্ঞাসা করে তুমি সত্যি সত্যি বলেছ, স্বামী বলে হ্যাঁ সত্যি বলেছি, কথা হলো তালাক তো এমন বাক্যে দিতে হয়, যে তালাক দিলাম, বা দিয়েছি, এখন কথা হলো সেই ব্যাক্তি ১ তালাক বলেছে সে তো বলিনি যে ১তালাক দিলাম। সে বলেছে ১ তালাক। পরবর্তী তে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ আমি উচিত শিক্ষা দিতে তাকে সত্যি সত্যি বলেছি।
******কিন্তূ তার বলার বাক্য তো ঠিক ছিলনা , তাই এই ক্ষেত্র কি তালাক হবে ? যদি না হয় তো ভালো , আর যদি ১ তালাক পতিত হয়, তাহলে তাদের সম্পর্ক সঠিক ভাবে আবার ফিরিয়ে আনার পদ্ধতি কি ? তারা যেনাঁ করী বা গুনহাগার না হয়
একটু বর্ণনা করে বলবেন। জাযাকাল্লাহ খাইর