জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
""তুমি যদি পিতা-মাতার সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে।""
মর্মে কুরআন হাদীস থেকে কিছুই পাইনি।
তবে এটা মা বাবার অভিশাপ তথা বদ দোয়ার কারনে হয়ে থাকে,তাই উলামায়ে কেরামগন এই বিষয়ে সতর্ক করে থাকেন।
পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি,আর পিতা মাতার অসন্তুষ্টিির ভিতরেই আল্লাহ তায়ালার অসন্তুষ্টি।
হাদীস শরীফে এসেছেঃ
بَابُ قَوْلِهِ تَعَالَى: {وَوَصَّيْنَا الإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا}
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ: رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ.
পরিচ্ছেদঃ ১- আল্লাহর বাণীঃ “আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি” (২৯ : ৮)।
ইবনে উমার (রাঃ) বলেন, (কারো প্রতি তার) পিতা সন্তুষ্ট থাকলে প্রভুও তার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তার পিতা অসন্তুষ্ট থাকলে প্রভুও অসন্তুষ্ট থাকেন।- (তিরমিযী, হাকিম, বাযযার, তাহাবী, আদ-দুররুল মানসুর)
তাই তাদের বদ দুয়া থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে।
*তুমি যদি অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলো তাহলে তোমার মৃত্যুর আগে কেউ না কেউ তোমার উপর পা তুলবে।
* তুমি যদি অন্যের মেয়েকে ধর্ষণ করো তাহলে তোমার মেয়েকেও ভবিষ্যৎ-এ ধর্ষণ করা হবে।
এই মর্মেও কুরআন হাদীস থেকে কিছুই পাইনি।
,
তবে অন্যকে কাফের বললে সে আসলে কাফের না হলে সেই কুফরী নিজের দিকে আসবে মর্মে হাদীস শরীফ থেকে একটি হাদীস পাই।
হাদীসে রাসূল সাঃ যে ব্যক্তি কাফের না তাকে কাফের বললে, সেই কুফরী নিজের দিকে প্রত্যাবর্তন করে মর্মে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন-
عن أبي ذر رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه و سلم يقول ( لا يرمي رجل رجلا بالفسوق ولا يرميه بالكفر إلا ارتدت عليه إن لم يكن صاحبه كذلك )
হযরত আবু জর রাঃ থেকে বর্ণিত। রাসুল সাঃ বলেছেন যে, তোমাদের কেউ যদি কাউকে ফাসেক বলে, কিংবা কাফের বলে অথচ লোকটি এমন নয়,তাহলে তা যিনি বলেছেন তার দিকে ফিরে আসবে। {সহীহ বুখারী, হাদীস নং-৫৬৯৮}