আসসালামু আলাইকুম ওরাহ্মাতুল্লাহি ওয়াবারাকাতুহ..
জামায়াতে নামায পড়াকালে তাশাহহুদ পড়ার সময় (আসসালামু আলাইনা....ছলিহিন...পড়তে গিয়ে ছলিহিন শব্দিটির "হিন"পড়ার সময় আমার কন্ঠস্বর কিছুটা বেড়ে যায় এক্টু জোরে পড়ে ফেলি গলা থেকে এক্টু আওয়াজ বের হয়ে যায় ..তা শুনে পাশের মুসল্লি(কম বয়সি ছেলে)আমার এ পড়া দেখে হাসে নামাযের মধ্যেই...আমার কিরকম এক্টা ফিল হয় হাসি দেখে...এখন তার এ হাসি থেকে বাচার জন্য আমি যদি ছলিহিন শব্দের "হিন" টা এক্টু আস্তে পড়ি.. তাহলে ঐ মুসল্লির জন্য আমার ছলিহিন আস্তে পড়াটা "লোকের জন্য নামায পরিবর্তনের মধ্যে পড়বে কিনা? এটা কি রিয়া হয়ে যাবে? যেহেতু লোকের হাসি থেকে বাচার জন্যই তা আমি পরিবর্তন করেছি--অরথাৎ জোরে না পড়ে আস্তে পড়েছি