আসসালামু আলাইকুম
আমার প্রশ্ন ছিল : -
পারিবারিক কোলহ থাকার কারনে যদি কেউ ওয়াইফকে তালাক দেবার উদ্দেশ্যে কোর্টে যায়,
তাহলে কি তালাক হয়ে যাবে?
যদিও যাবার পর কোন কিছু করা হয়নি। ব্যাক চলে আসা হয়েছে।
আপনার উওর : -
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কেহ যদি তার ওয়াইফকে তালাক দেবার উদ্দেশ্যে কোর্টে যায়,সে যদি মৌখিক ভাবে বা লিখিতভাবে কোনোভাবেই স্ত্রীকে তালাক না দেয়,কাউকে তালাক দেয়ার দায়িত্বও না দেয়, কাউকে তালাক দেয়ার কথা না হলে,তাহলে শুধুমাত্র কোর্টে যাওয়ার দরুন তালাক হবেনা।
তাই প্রশ্নের বিবরণ মতে তালাক হবেনা।
এখন আমি জানতে চাচ্ছি : - কাউকে তালাক দেয়ার কথা না হলে, এটার মানে কি হুজুর?
আমি যাবার পর কয়েকজন জানতো যে আমি কেন আসছি। তারা রাজি ছিল না,মানা করছিল। আমার কাছে ফোন করে অনেকে নিষেধ করছিল। তাই ব্যাক চলে আসছি।
মুখে বলিনি যে তালাক দিলাম। বা লিখি ও নি কোথাও।
মাঝে কারো সাথে কথা হলে হতে পারে যে, তালাক দেবার জন্য আসছি। এছাড়া কাউকে বলিনি যে, তালাক দিয়ে দিলাম, তুমি মেয়ের পরিবারকে জানাই দাও।
এতে কি কোন সমস্যা হবে??
উকিল এর সাথে ও কথা বলছি। উকিল বলছে কিভাবে কি করতে হবে। কিন্তুু সেমন কোন কিছু করা হয়নি।