ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ঝগড়ায় তালাকের কথা উঠলে বোনটি তালাক চাইলে ওনার স্বামী বলে উকিলের কাছে ফোন করে বলেন আপনার তালাক লাগবে।হাসব্যান্ড হিসেবে ভালো না।
এর দ্বারা তালাকও হবে না।সরিহও হবে না। কেনায়াও হবে না।
(২)
তারপর স্ত্রী বলে এত কিছু না করে ৩ তালাক দিয়ে দেন হয়ে যাচ্ছে।স্বামী বলে নিজের দিতে ইচ্ছে হলে দেন আমার উপর কেন চাপাচ্ছেন।
এর দ্বারা ও তালাক হবে না।
(৩)
ঝগড়ার সময় যদি সম্পর্ক শেষ করার নিয়তে বলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।স্বামীও বলে আপনিও ভালো থাকিয়েন তাহলে তালাক হবে না।
৪)
তালাক হওয়ার জন্য অতীত বাচক স্পষ্ট তালাক বা তালাকর নিয়তে কেনায়া তালাকেরর শব্দ বলতে হবে।তবেই তালাক পতিত হবে।
(৪)
ঝগড়ার ১-২ মাস পর যদি একবার স্পষ্ট ১তালাক দেয়। আবার এর মধ্যে অনেকবার বায়েন তালাক হয়ে থাকে তাহলে তিন তালাক হয়ে বিয়ে শেষ হয়ে যাবে।
৫)যদি এইসবের ৮-৯মাস বা বছরের পরে ২-৩ স্পষ্ট তালাক দেয় তাহলে এইগুলো পতিত হবে।
৬)সরিহ তালাকের পর বায়েন তালাক হয়, এবং বায়েন তালাকের পর সরিহ তালাক হয়, তবে বায়েন তালাকের পর আর কোনো বায়েন তালাক হয়না।