আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
231 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম।
১/ আমি পরপর তিনবার ভূমিকম্প হতে স্বপ্ন দেখেছি। নরমাল যেরকম ভূমিকম্প হলে বাসাবাড়ি নড়ে উঠে সেরকমই। প্রথমবার দেখেছিলাম খুব জোরে ভূমিকম্প হচ্ছে।  দ্বিতীয়বার দেখেছি, এমন জোরে ঘর ঝাঁকুনি দিচ্ছে যে উঠে দাঁড়ানোর অবস্থা নেই। তৃতীয়বার দেখেছি, ভূমিকম্প হচ্ছে, ঘর নড়তেছে। সবাই দৌঁড়ে বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় ভূমিকম্প থেমে গিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা কী?

২/ আমার কাজিনকে একসময় খুব পছন্দ করতাম। আমাদের বাড়ি থেকে তাকে বিয়ের প্রস্তাবও দেয়া হয়েছিলো। কিন্তু তার বাবা প্রচন্ড অহংকারী ভাষায় প্রস্তাব নাখোশ করে দিয়েছিলো।  দ্বীনের বুঝ আসার পর তাকে ভুলে গিয়েছিলাম। এরপর  মাঝে দিয়ে একবার স্বপ্নে দেখি তার সাথে আমার বিয়ে হয়েছে। এর কয়েকবছর পর আবার স্বপ্নে দেখি  তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়ে সে আমার হাসব্যান্ড হয়েছে। আবার আজ স্বপ্নে দেখি, তার সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছে। বিয়ের জন্য চারিদিকে সাজানো হচ্ছে। আগামীকালই বিয়ে। নিজেও প্রস্তুতিমূলক বউসাজে সজ্জিত হয়েছি। দুই পরিবারের সবাই রাজিখুশি।  এমন স্বপ্ন দেখার ব্যাখ্যা কী?

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
ইমাম ইবনে সিরিন রহঃ বলেন,যদি কোনো ব্যাক্তি স্বপ্নে ভুমিকম্প দেখে,তাহলে ভুমিকম্পের বেগ (জমিনের নড়াচড়া) মোতাবেক সাধারণ ব্যাক্তিরা ঐ দেশের বিচারক,হাকিমের পক্ষ থেকে দুঃখ কষ্ট পাবে।

আহলে তা'বিরগন বলেন, স্বপ্নে ভুমিকম্প দেখার অর্থ হলো,লোকদের আপদ বিপদ পৌছবে।
সর্বাবস্থায় ভুমিকম্প দেখা এটি দেশবাসীর জন্য মুসিবতের লক্ষন।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
প্রশ্নে উল্লেখিত স্বপ্নের কথা কাউকে বলা যাবেনা,আল্লাহ তায়ালার কাছে এর অনিষ্টতা হতে পানাহ চাইবেন। 

(০২)
https://ifatwa.info/34385/ ফতোয়াতে উল্লেখ করেছেনঃ-
কিছু উলামায়ে কেরামগন বলেছেন স্বপ্নে বিবাহ হতে দেখলে নিজের সম্মান ইজ্জত বৃদ্ধি পাওয়া বুঝায়।
,
কেহ কেহ বলেছেন যে স্বপ্নে কেউ বিয়ে করতে দেখে, তার দ্বারা আসন্ন বিবাহ বুঝায়। স্বপ্নের সময় যদি বিয়ের পরিকল্পনা না থাকে তাহলে হয়তো যার যঙ্গে বিয়ে হতে দেখেছে তাদের বিয়ের প্রস্তাব দিতে পারে। নিম্নোক্ত হাদীসটি ইহা নির্দেশ করে:

হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أُرِيتُكِ فِى الْمَنَامِ ثَلاَثَ لَيَالٍ جَاءَنِى بِكِ الْمَلَكُ فِى سَرَقَةٍ مِنْ حَرِيرٍ فَيَقُوْلُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُ عَنْ وَجْهِكِ فَإِذَا أَنْتِ هِىَ فَأَقُولُ إِنْ يَكُ هٰذَا مِنْ عِنْدِ اللهِ يُمْضِهِ 

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমাকে) বলেছেন, ‘‘আমি (বিবাহের পূর্বে) তোমাকে দু-দুবার স্বপ্নে দেখেছি। দেখলাম তুমি এক খণ্ড রেশমবস্ত্রের মধ্যে রয়েছ। আর আমাকে কেউ বলছে, ‘এ হল তোমার স্ত্রী।’ আমি কাপড় সরিয়ে দেখি, সে তো তুমিই। তারপর ভাবলাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে তিনি তা বাস্তবায়ন করবেন।
(বুখারী ৩৮৯৫, মুসলিম ৬৪৩৬)

আরো জানুনঃ 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
আপনার বিবাহ আসন্ন ইনশাআল্লাহ।
নির্দিষ্ট সেই কাজিনের সাথে বিবাহ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...