স্ত্রী আমাকে বলতেছে তালাকের মাসালা জানানো ও শিখানোর উদ্দেশ্যে অন্য রুম থেকে,,
""কোন জামাই যদি বউকে বলে হারাম তাহলে নাকি হারাম হয়ে যায় ""
আমি অন্যরুমে একটা কাজ করতে করতে মুখ ফসকে বের হলো ""বউ হারাম,দুনিয়া হারাম""আমি আমার বউ কে উদ্দেশ্য/লক্ষ/ইন্গিত বা ইশারা করে বলিনি।কথাটা বের হলো মুখ ফসকে,কোন চিন্তা ভাবনা ছাড়া । আর হারাম বলতে কোন প্রকার নিষিদ্ধ অর্থ ও মাথায় আসেনি।যেহেতু মাসালা শিখার উদ্দেশ্য আলোচনা হচ্ছিলো তাই প্রসঙ্গকক্রমে মুখ ফসকে বের হল আল্লাহর কসম করে বলতে পারি।
বউ হারাম,দুনিয়া হারাম কথাটা আমার স্ত্রী ও শুনতে পায় তবে ও ১০০% জানে যে আমি কথাটা ওকে বলিনি।কারণ আমি ওকে অনেক ভালোবাসি।
প্রশ্ন ১)বউ হারাম,দুনিয়া হারাম বাক্য বলাতে কি আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে যাবে?
প্রশ্ন ২)আলোচনা প্রসঙ্গে উক্ত শব্দাবলী ব্যবহার করলে কি তা★★ হয়ে যায়?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_220805_191937_591.sdoc-->